For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশি অনুযায়ী এই বিশেষ জিনিস আপনার কাছে রাখুন, কখনও অর্থের অভাব হবে না

কী করলে অর্থের অভাব কমবে?

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ ও প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে। আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয়। এককথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয়। প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে। যেমন আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে। তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি। এই জিনিস গুলি যদি আপনার কাছে থাকে। তাহলে আপনি অর্থের অধিকারী হবেন। জেনে নিন জিনিসগুলি কী কী।

রাশি অনুযায়ী এই বিশেষ জিনিস আপনার কাছে রাখুন, কখনও অর্থের অভাব হবে না

১) মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের কাছে তামার সূর্য রাখা উচিত। তাহলে তাঁদের সঙ্গে ভাগ্য ভালো সাধ দেবে।

২) বৃষ রাশি- বৃষ রাশির জাতক জাতিকাদের উচিত একটি সাদা রঙের শঙ্খ সঙ্গে রাখা। এটি করলে তাঁদের জীবন বদলে যেতে পারে।

৩) মিথুন রাশি- এই রাশির ব্যক্তিরা সবুজ রঙের গণেশের মূর্তি নিজেদের সঙ্গে রাখা উচিত।

৪) কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকাদের উচিত সাদা রঙের ক্রিস্টাল বল ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদের কাছে রাখা।

৫) সিংহ রাশি- এই সিংহ রাশির ব্যক্তিদের উচিত তামার মুদ্রা লাল কাপড়ে বেঁধে রাখা, তাহলে তাঁরা উপকার পাবেন।

৬) কন্যা রাশি- কন্যা রাশির লোকেরা নিজেদের কাছে ব্রোঞ্জের মূর্তি রাখুন । শুভ ফল পাবেন।

৭) তুলা রাশি- এই রাশির জাতক -জাতিকারা শ্রীযন্ত্র নিজেদের কাছে রাখুন, মিলবে ভালো ফল।

৮) বৃশ্চিক রাশি-এই রাশির লোকেদের একটি ছোট - বড় তামার পাত্র বা কলস সঙ্গে রাখুন। শুভ ফল মিলবে।

৯) ধনু রাশি- ধনু রাশির জাতক- জাতিকাদের উচিত পিতলের মুদ্রা সঙ্গে রাখা। মুদ্রার সংখ্যা ১ বা ২ হতে পারে। এটি করলে ব্যক্তিদের শুভ ফল মিলবে।

১০) মকর রাশি- ঘোড়ার নাল যদি মকর রাশির জাতক-জাতিকারা সঙ্গে রাখেন তাহলে তাঁদের জীবনে ভালো ফল মিলবে।

১১) কুম্ভ রাশি- এই রাশির জাতক- জাতিকাদের নিজেদের কাছে সুগন্ধি ধূপকাঠি বা কাঠের তৈরি ধূপকাঠি রাখা উচিত।

১২)মীন রাশি-এই রাশির ব্যক্তিরা কাঁচের পাত্রে সামান্য গঙ্গা জল ভরে রাখুন। শুভ ফল মিলবে।

তবে, এই কাজ গুলি করতে যথেষ্ট সাবধানতা মেনে চলা উচিত। জেনে নিন কী কী সাবধানতা মেনে চলা উচিত।

১) এই জিনিসগুলি আপনার কর্মক্ষেত্র রাখুন

২) উপরিক্ত জিনিসগুলি ব্যবহার করার আগে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন।

৩) যে জিনিস গুলি আপনারা ব্যবহার করবেন সেই সমস্ত জিনিসের বিশেষ যত্ন নিন। কারণ, তাঁর ওপর যেন ধুলোবালি বা ময়লা না পড়ে।

৪) এই জিনিস কোন একটি নির্দিষ্ট স্থানে রাখুন। বারবার এর অবস্থান পরিবর্তন করবেন না।

৫) এই জিনিস গুলি প্রায় ১-২ বছর ব্যবহার করুন। উপকার মিলবে। তারপর এগুলি পরিবর্তন করবেন।

English summary
if you keep some things with the person the lack of money will be reduced
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X