For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাপতি বা সাপের স্বপ্ন দেখছেন রোজ রাতে! জানেন এর মানে কী

স্বপ্নে আমরা বহু জিনিস দেখে থাকি। কখনও চেনা পরিচিতকে নিয়ে কোনও ঘটনা, কখনও বা স্বপ্নে ধরা দেয় মনের কোণে লুকিয়ে থাকা কোনও আতঙ্ক। শুধু তাই নয়, অচেনা অজানা অনেকেই উঠে আসে স্বপ্নে।

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নে আমরা বহু জিনিস দেখে থাকি। কখনও চেনা পরিচিতকে নিয়ে কোনও ঘটনা, কখনও বা স্বপ্নে ধরা দেয় মনের কোণে লুকিয়ে থাকা কোনও আতঙ্ক। শুধু তাই নয়, অচেনা, অজানা অনেকেই উঠে আসে স্বপ্নে। মাঝে সাঝে পশু পাখির স্বপ্নও আমরা দেখে থাকি। এই স্বপ্নগুলির 'মানে' কী ধরনের হতে পারে , জানলে চমকে উঠবেন।

পিঁপড়ের স্বপ্ন

পিঁপড়ের স্বপ্ন

পিঁপড়ের স্বপ্ন মানেই পরিবার সংক্রান্ত কোনও খবর আসতে চলেছে আপনার কাছে। পাশাপাশি এর 'মানে', নিজের লক্ষ্য পূরণে আপনাকে আরও বেশি সচেষ্ট ও পরিশ্রমী হতে হবে। খুব ছোট ছোট পদক্ষেপ নিয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় পিঁপড়ের স্বপ্ন।

মৌমাছির স্বপ্ন

মৌমাছির স্বপ্ন

বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক আরও বেশি মজবুত করার ইঙ্গিত নিয়ে আসে মৌমাছিরা। কোনও সংঘবদ্ধ কাজের বার্তা নিয়ে আসে মৌমাছির স্বপ্ন। কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে এমন স্বপ্ন দেখা যায় বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

ব্যাঙের স্বপ্ন

ব্যাঙের স্বপ্ন

সমৃদ্ধি , শান্তি আর সুখের সময়ের ইঙ্গিত নিয়ে আসে ব্য়াঙের স্বপ্ন। ব্যাঙ দেখতে আকর্ষণীয় না হলেও, এর স্বপ্ন দেখা মানে সুখের সময় আসন্ন , এমন বার্তা যায়।

টিকটিকির স্বপ্ন

টিকটিকির স্বপ্ন

কেউ যদি স্বপ্নে টিকটিকি দেখে থাকেন, তাহলে তারও একটি ব্যাখ্যা রয়েছে। স্বপ্নে টিকটিকি আসলে, বুঝি নিতে আপনার কোনও অপূর্ণ কাজ করার ইঙ্গিত। মনে করা হয় এমন স্বপ্ন মানে সেই ব্যক্তিকে সতর্ক হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র][আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র]

প্রজাপতির স্বপ্ন

প্রজাপতির স্বপ্ন

প্রজাপতির স্বপ্ন মানে কোনও আসন্ন পরিবর্তন আপনার জীবনকে পাল্টে দিতে চলেছে। কোনও বাহ্যিক জগতের মোহে যদি আপি ছুটতে থাকেন, তাহলে তার সংকেতও দিয়ে থাকে প্রজাপতির স্বপ্ন।

[আরও পড়ুন:আপনার বাড়িতে কি ঘোরাফেরা করছে অশুভ শক্তি! কী করে 'দোষ' কাটাবেন, জেনে নিন][আরও পড়ুন:আপনার বাড়িতে কি ঘোরাফেরা করছে অশুভ শক্তি! কী করে 'দোষ' কাটাবেন, জেনে নিন]

সাপের স্বপ্ন

সাপের স্বপ্ন

শাস্ত্রজ্ঞরা বলছেন, সাপের স্বপ্ন মানে কোনও নতুন উদ্যমে জেগে ওঠার বার্তা। আর যদি স্বপ্নে দেখে থাকেন যে, সাপ খোলস ত্য়াগ করছে, তাহলে তা স্পষ্টভাবে বার্তা দেয় যে নতুন এনার্জি নিয়ে কোনও কাজে যাতে যোগ দেওয়া যায়।

[আরও পড়ুন:কোন ব্যক্তিত্বদের সহজে চেনা যায় না! বলে দিচ্ছে এই শাস্ত্র, জানুন উপায়][আরও পড়ুন:কোন ব্যক্তিত্বদের সহজে চেনা যায় না! বলে দিচ্ছে এই শাস্ত্র, জানুন উপায়]

English summary
Animals in dreams are strong communicators. When they make the effort to surface in our dreams, it is our responsibility to discover what message they are trying to communicate to us. messages will be profound.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X