For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরে কবে পড়েছে হোলি উৎসব, জানুন শুভ সময় সম্পর্কে

প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়। এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলেই। চলতি বছর হোলি উৎসব পালিত হবে ৬ মার্চ।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবছর আড়ম্বরের সঙ্গে দেশবাসী পালন করে থাকেন হোলি উৎসব। হোলি উৎসব দোলযাত্রা বা হোলিকা দহন নামেও পরিচিত। এই বিশেষ উৎসবের প্রথম দিন হোলি এবং দ্বিতীয় দিন দোলযাত্রা নামে পরিচিত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়। চলতি বছর হোলি উৎসব পালিত হবে ৬ মার্চ।

হোলির শুভ সময়

হোলির শুভ সময়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শুরু হবে হোলি উৎসব। চলতি বছর ৬ মার্চ পড়েছে হোলি উৎসব। এই উৎসব শুরু হবে সন্ধ্যে ৪ টে ১৭ মিনিট থেকে। যার চলবে ৭ মার্চ সন্ধ্যে ৬টা ৯ মিনিট পর্যন্ত। হোলিকা দহন উৎসব পড়েছে ৭ মার্চ। হোলিকা দহনের শুভ সময়ে পড়েছে ৬ টা ৩১ মিনিট থেকে, যা শেষ হবে রাত ৮ টা ৫৮ মিনিটে।

 হোলিকা দহন কী

হোলিকা দহন কী

৮ মার্চ সকলে রং মেখে হোলি উৎসব পালন করবেন। এই হোলি উৎসবকে আমরা ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতীক বলেই জানি। এই দিন একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সকলে বড়দের পায়ে আবির দিয়েও প্রণাম করেন এবং তাদের থেকে আশীর্বাদ নিয়ে থাকেন। হোলির আগের দিন সকলে শুকনো গাছের ডাল, কাঠ, গোবরের ঘুটে একসঙ্গে দিয়ে রাতে সেটিকে পোড়ায়, একে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া বলে। এই হোলি উৎসব তিনটি বা সাতটি পরিক্রমা ধরে করা হয়। এই উৎসব রাধা কৃষ্ণকে উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে মন্দিরে মন্দিরে দেবতাদের পুজো করা হয়।

 লাঠমার উৎসব কী

লাঠমার উৎসব কী

প্রতিবছর হোলির বেশ কয়েকদিন আগে থেকেই মথুরাতে ও লাঠমার উৎসব পালিত হয়। লাঠমার উৎসব হল একটি বিখ্যাত উৎসব। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে এই লাঠি খেলা শুরু হবে। কথিত আছে রাধা কৃষ্ণর দ্বাপর যুগে হোলি খেলতেন, যে প্রথা আজও চলে আসছে। তবে ভাবছেন তো এই লাঠমার হোলি উৎসব কী। এদিন গোপীগন নন্দগাঁও থেকে আসে, এসে গোয়ালদের সঙ্গে লাঠি দিয়ে প্রহার করে, গোয়ালরা ঢালের সাহায্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একেই বলেই লাঠমার উৎসব।

 আর্থিক সঙ্কট বেরোতে এটি মেনে চলুন

আর্থিক সঙ্কট বেরোতে এটি মেনে চলুন

৭ মার্চ মঙ্গলবার রাতে থেকে হোলি উৎসব পালনের শুভ সময় পড়েছে। এই দিন ঘরে ঘরে দেবতাদের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে সকল ব্যক্তির বাড়িতে হোলির দিন পুজো করা হয় তাদের জীবনে সাফল্য লেগে থাকে, তাদের ভাগ্য উজ্জ্বল হয়, আর্থিক সঙ্কট থেকে তারা বেরোতে পারেন, জীবনে আসে সাফল্যও।

এগুলি দান করুন

এগুলি দান করুন

যদি পারেন এই দিন চাল, ফুল, আস্ত একটা হলুদ, মুগ ডাল, বাতাসা, নারকেল কাউকে দান করবেন। তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

 হোলির দিন কীভাবে পুজো করা শুভ

হোলির দিন কীভাবে পুজো করা শুভ

হোলির দিন যখন আপনি বাড়িতে পুজো করবেন সেই সময় পুজোর সমস্ত উপকরণ একটি প্লেটে প্রথমে সাজিয়ে নেবেন। তারপর জল ভর্তি একটি তামার পাত্র নিন। তারপর বিষ্ণুর মন্ত্র জপ করে সব জিনিসে গঙ্গাজল ছিটিয়ে শুরু করতে পারেন আপনার পুজো। এতে দেবতারা খুশী হবেন, আপনার জীবনে আসবে সাফল্যও।

Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের? Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের?

English summary
holi festival will celebrated in march what is lathmar festival do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X