For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনি, রাহু–কেতুর অশুভ প্রভাব থেকে রেহাই পেতে হনুমান জয়ন্তীর দিন করুন এই প্রতিকারগুলি

শনি, রাহু–কেতুর অশুভ প্রভাব থেকে রেহাই পেতে হনুমান জয়ন্তীর দিন করুন এই প্রতিকারগুলি

Google Oneindia Bengali News

হিন্দু পঞ্চাঙ্গের প্রথম মাস অর্থাৎ চৈত্র মাস খুবই বিশেষ। এই মাস থেকেই হিন্দু নববর্ষের সূচনা হয়, চৈত্র নবরাত্রি পালন করা হয়। এই মাসে ভগবান রামেরও জন্মদিবস অর্থাৎ রামনবমী পালন করা হয়। আবার এই মাসেই রয়েছে শ্রীরামের পরমভক্ত হনুমানজির জন্মদিন। চৈত্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমার দিন সংঙ্কটমোচক হনুমানের জন্ম হয়েছিল। এ বছর ১৬ এপ্রিল ২০২২, শনিবার হনুমান জয়ন্তী পালন করা হবে।

এপ্রিল মাসে রাশি বদলাবে শনি, রাহু–কেতু

এপ্রিল মাসে রাশি বদলাবে শনি, রাহু–কেতু

জ্যোতিষের নজরে যদি দেখা যায় তবে এপ্রিল মাস বড় ধরনের পরিবর্তন আনবে। এই মাসে শনি, রাহু-কেতুর মতো গ্রহ রাশি পরিবর্তন করবে, যাদের খারাপ নজর জীবন বরবাদ করার জন্য যথেষ্ট। ছায়া গ্রহ রাহু-কেতু ১২ এপ্রিল ২০২২ সালে রাশি বদল করবে, অন্যদিকে শনি ২৯ এপ্রিল গোচর করবে। জ্যোতিষ মতে, এই ক্রুর গ্রহের অবস্থান বদল অনেক রাশির জাতকের ওপর ভারী প্রমাণিত হবে। তাই এই গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য প্রথম থেকেই উপায় করা ভালো।

 সব সঙ্কট থেকে মুক্তি দেবে হনুমান

সব সঙ্কট থেকে মুক্তি দেবে হনুমান

পবনপুত্র হনুমান প্রতিটি সঙ্কট হরণ করেন, তাই তাকে সঙ্কটমোচক বলা হয়। ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন কিছু প্রতিকার গ্রহণ করা হলে শনি, রাহু-কেতুর অশুভ প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়।

কি কি করবেন হনুমান জয়ন্তীর দিন

কি কি করবেন হনুমান জয়ন্তীর দিন

১)‌ হনুমান জয়ন্তীর দিন ১১ বার হনুমান চল্লিসার পাঠ করুন। খুব ভালো হয় যদি হনুমান মন্দিরে গিয়ে সঙ্কটমোচকের মূর্তির সামনে বসে যদি পাঠ করা যায়। এটা করলে শনির ধাইয়া বা সাড়ে সাতিতে ভুক্তভোগী জাতকরা কিছুটা হলেও রেহাই পাবেন।

২)‌ হনুমান জি প্রিয় খাবার হল বেসনের লাড্ডু। তাই হনুমান জয়ন্তীর দিন তাঁকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন। এরকম করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধির আগমন হবে। সঙ্কটমোচককে মিষ্টি পানও অর্পণ করতে পারেন। তাতে খয়ের, গুলকন্দ, খোরমা, মৌরি ও গুলাবকাতারি দিতে পারেন কিন্তু চুন, সুপারি, কৃত্রিম সুগন্ধযুক্ত জিনিস ভুলেও দেবেন না।

৩) হনুমান জিকে সিঁদুরের চোলা নিবেদন করলে অনেক সমস্যার সমাধান হয় তাই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই বজরঙ্গওয়ালিকে চোলা নিবেদন করুন। এছাড়াও জুঁই ফুলের মালা এবং লাল রঙের অন্তর্বাস নিবেদন করুন। আপনি যদি হনুমান জয়ন্তী থেকে এই প্রতিকার শুরু করেন এবং পরবর্তী ১১টি পূর্ণিমা পর্যন্ত এটি করেন তবে আপনি সবচেয়ে বড় সঙ্কট থেকে মুক্তি পেতে পারেন।‌

৪) হনুমান মন্দিরে একটি ত্রিভুজাকার লাল পতাকা লাগান, এমনটা করলে সব কাজে সাফল্য আসবে এবং অনেক উন্নতি হবে।‌

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌

বাড়িতে এই প্রাণীদের পোষ্য হিসাবে রাখলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে দিন দিনবাড়িতে এই প্রাণীদের পোষ্য হিসাবে রাখলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে দিন দিন

English summary
hanuman jayanti remedy for bad effect of shani rahu ketu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X