For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনতেরসের দিন প্রাচীন এই উপায়গুলি মেনে চলুন, জীবনে থাকবে না অর্থের অভাব

Google Oneindia Bengali News

ধনতেরস-দিওয়ালীতে করা কিছু উপায় অর্থ-সমৃদ্ধি এনে দেয়। এর মধ্যে কিছু কার্যকরী উপায় রয়েছে যা ধন-সম্পতি পাওয়ার জন্য প্রাচীন কাল থেকে প্রচলিত। এ বছর ২৪ অক্টোবর সোমবার দিওয়ালী পালন করা হবে। এইদিন যদি এই উপায়গুলি করা হয়ে থাকে তবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি থেকে চিরতরে রেহাই পাওয়া যাবে। আসুন জেনে নিই এই দিওয়ালীতে ধনপ্রাপ্তির জন্য কি উপায় করা দরকার।

হকিক ধারণ করুন

হকিক ধারণ করুন

দিওয়ালীর পুজোর পর অভিমন্ত্রিত করা হকিক পাথর ধারণ করুন। এতে আপনার আর্থিক পরিস্থিতি দ্রুত শুধরাবে। যদিও হকিক পরার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিন, নয়তো উল্টো প্রভাবও হতে পারে।

শ্রীযন্ত্র স্থাপন করুন

শ্রীযন্ত্র স্থাপন করুন

ধন-সম্পত্তি পাওয়ার জন্য দিওয়ালীর দিন নিজের ঘর বা দোকান-কারখানায় পুজোর জায়গায় লক্ষ্মী-গণেশ যন্ত্র বিধি-বিধান মেনে স্থাপন করুন। রোজ এর পুজো করুন। অর্থের সমস্যা দূর হয়ে যাবে।

হলুদ রঙের কড়ি

হলুদ রঙের কড়ি

দীপাবলীর পুজোয় মা লক্ষ্মীর পুজোতে ১১টি অভিমন্ত্রিত হলুদ রঙের কড়ি অর্পণ করুন। পরের দিন সেগুলিকে লাল কাপড়ে মুড়ে নিজের লকারে রেখে দিন। এতে ধন বৃদ্ধি হবে।

সাদা মিষ্টি

সাদা মিষ্টি

যদি ঋণ নিয়ে সমস্যায় থাকেন তবে দিওয়ালীর দিন মা লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি দিয়ে ভোগ দিন এবং পরে সেটা গরীবদের মধ্যে ভাগ করে দিন। এরকম করলে আপনি পুরনো ঋণ থেকে শীঘ্রই মুক্তি পাবে।

অশ্বত্থ গাছের নীচে প্রদীপ

অশ্বত্থ গাছের নীচে প্রদীপ

দীপাবলীর দিন অশ্বত্থ গাছের নীচে ৭টি প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের ৭বার পরিক্রমা করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে গরীবি দূর করে দেবে আর খুব ধন-দৌলত দেবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

দিওয়ালীর পর এই রাশিদের ব্যাপকভাবে আর্থিক লোকসান হবে, জানুন এর প্রকৃত কারণদিওয়ালীর পর এই রাশিদের ব্যাপকভাবে আর্থিক লোকসান হবে, জানুন এর প্রকৃত কারণ

English summary
Do these ancient remedies on Dhanteras, there will be no money problems
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X