For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ চতুর্থীতে কোথায় গণেশ মূর্তি রাখলে ভালো ফল মিলবে জেনে নিন

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই দেশে উৎসবের সূচনা হয়ে গিয়েছে। এ বছর ১০ সেপ্টেম্বর দেশজুড়ে পালন করা হবে গণেশ চতুর্থী। গণেশের আরাধনার মাধ্যমে জীবন থেকে নেচিবাচকতাকে সরিয়ে ইতিবাচকতাকে স্বাগত জানানো হবে। মহারাষ্ট্রে ১০ দিন ধরে চলে এই গণেশ চতুর্থী। এছাড়াও ঘরে ও অফিসেও গণেশ মূর্তি স্থাপন করে তার পুজো করা হয়। কিন্তু পুজোর আগে সঠিক জায়গায় বাপ্পার মূর্তি স্থাপন না করলে শুভ ফলের পরিবর্তে অশুভ ফল দেখা দেয়। এমনকী বাস্তু দোষও লাগে। তাই গণেশ স্থাপনার আগে কোথায় তা বসাচ্ছেন তার ওপর নজর রাখুন। এর পাশাপাশি কোন দিকে গণেশের পিঠ থাকবে, তাও জেনে নিতে হবে।

কোনদিকে বসবে গণেশ মূর্তি

কোনদিকে বসবে গণেশ মূর্তি

গণেশ বিরাজমান হন ব্রহ্মস্থানে অর্থাৎ পূর্ব অথবা উত্তর-পূর্ব কোণে। ভু করেও দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম কোণে গণেশ মূর্তি রাখবেন না।

একই জায়গায় দু’‌টি গণেশ মূর্তি নয়

একই জায়গায় দু’‌টি গণেশ মূর্তি নয়

অনেকের বাড়িতে বা অফিসে দু'‌টি গণেশ মূর্তি থাকে। সাবধান‍‌, একই জায়গায় দু'‌টি গণেশ মূর্তি যেন কখনও না থাকে। বাস্তু অনুযায়ী, এতে দুই শক্তির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখুন।

গণেশের মুখ কোনদিকে থাকবে

গণেশের মুখ কোনদিকে থাকবে

গণেশকে মঙ্গলমুখীও বলা হয়। কারণ, গণেশে মুখে সমৃদ্ধি, সিদ্ধি, সুখ ও সৌভাগ্য থাকে। গণেশের পিছনে থাকে দুঃখ ও দারিদ্র। ফলে গণেশের স্থাপনার সময় খেয়াল রাখবেন, তাঁর মুখ যেন দরজার দিকে থাকে।

কোন গণেশের মূর্তি বাড়িতে রাখা শুভ

কোন গণেশের মূর্তি বাড়িতে রাখা শুভ

বাম দিকে শুঁড় থাকা গণেশের মূর্তি ঘরে রাখুন। এত জলদি ফল পাবেন। ডান দিকে শুঁড় থাকা গণেশ দেরিতে প্রসন্ন হন।

গণেশ মূর্তি পেছন যেন খালি না থাকে

গণেশ মূর্তি পেছন যেন খালি না থাকে

গণেশের মূর্তির পিছনে যেন দেওয়াল থাকে। মূর্তির পিছনে খালি জায়গা থাকা বাঞ্চনীয় নয়।

গণেশ প্রতিমা রাখার জন্য এই জায়গাগুলি এড়িয়ে চলুন

গণেশ প্রতিমা রাখার জন্য এই জায়গাগুলি এড়িয়ে চলুন

বাস্তু বিশেষজ্ঞদের মতে আপনার শোওয়ার ঘর, গ্যারেজ বা লন্ড্রি অঞ্চলে গণেশের মূর্তি রাখা উচিত নয়। এটি সিঁড়ির নীচে বা বাথরুমের কাছাকাছি রাখা উচিত নয়। যেহেতু গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের অঞ্চলটি একটি শূন্য অঞ্চল হিসাবে বিবেচিত, তাই বাড়ির এই অংশে কোনও ইশ্বরকে রাখা দুর্ভাগ্যজনক। এছাড়াও, সিঁড়ির নীচে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে যা কোনও বস্তু বা মূর্তি স্থাপনের জন্য উপযুক্ত নয়।

কোন রঙের গণেশ প্রতিমা বাড়ির জন্য ভাল?

কোন রঙের গণেশ প্রতিমা বাড়ির জন্য ভাল?

বাস্তুশাস্ত্র অনুসারে, একটি সাদা রঙের গণেশ মূর্তি শান্তিতে ও সমৃদ্ধির সন্ধানকারী প্রবাসীদের জন্য উপযুক্ত পছন্দ। আপনি সাদা গণেশের ছবিও বেছে নিতে পারেন। যাঁরা স্ব-বিকাশের জন্য আগ্রহী তাদের উচিত সিঁদুর বর্ণের গণেশমূর্তি বেছে নেওয়া।

English summary
Put lord Ganesha idol on this side in Ganesh Chaturthi and you will get good results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X