For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুপ্ত নবরাত্রিতে গঠিত এই যোগ বদলে দিতে চলেছে ভাগ্য, মেনে চলুন এই বিশেষ উপায়

গুপ্ত নবরাত্রিতে গঠিত এই যোগ বদলে দিতে চলেছে ভাগ্য, মেনে চলুন এই বিশেষ উপায়

Google Oneindia Bengali News

সনাতন পুরাণ এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতি বছরে মোট ৪বাত নবরাত্রি ব্রত ও পুজো হয়ে থাকে। যাদের মধ্যে দুটি হল মুক্ত নবরাত্রি বা প্রকাশ্য নবরাত্রি এবং দুটি হল গুপ্ত নবরাত্রি। সেই মতই আষাঢ় মাসের নবরাত্রি হল গুপ্ত নবরাত্রি। এই তিথি শুরু হয় আষাঢ়ের শুক্লপক্ষের প্রতিপদ থেকে। এই বছর ২০২২ সালের ৩০ জুন বৃহস্পতিবার থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, যা আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। এইদিন ভক্তরা ঘটস্থাপনা করে মায়ের পুজো শুরু করেছেন। এবং আগামী ৯ দিন ধরে মা দুর্গার ৯টি রূপের পূজা করবেন ভক্তরা। এই সবকটি রূপকে একত্রে 'নবদুর্গা' নামে পুজো করা হয়ে থাকে। এছাড়াও এই গুপ্ত নবরাত্রি তন্ত্র সাধন এবং তপস্যা সিদ্ধির দিক থেকে খুবই বিশেষ বলে মনে করা হয়। একই সঙ্গে এই সময় প্রতিক্ষা নবরাত্রির বিশেষ উৎসবও পালন করা হয়ে থাকে।

গুপ্ত নবরাত্রিতে গ্রহযোগ

গুপ্ত নবরাত্রিতে গ্রহযোগ

মনে করা হয় যে গুপ্ত নবরাত্রির আগে স্বয়ং মা শক্তি নেমে আসেন মর্তে। আর তাই এই বিশেষ সময় উপলক্ষে অনেক শুভ যোগ গঠিত হয় চারপাশে। এই বছর তারই মধ্যে গঠিত হচ্ছে বেশ কিছু শুভ যোগ। যথা, গুরু পুষ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, আদল যোগ এবং ভিদাল যোগ ২০২২ সালের আষাঢ় গুপ্ত নবরাত্রির দিনগুলিতে গঠিত হচ্ছে। এরই সঙ্গে পুষ্য নক্ষত্রও থাকবে। আর জ্যোতিষ মতে এই সমস্ত যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যদিকে, ঘটস্থাপনা করার পর এই ৯দিন ধরে বাড়িতে দুর্গা চালিসা পাঠ এবং শক্তি বন্দনা করা শুভ হবে।

 গুপ্ত নবরাত্রির গুরুত্বপূর্ণ নিয়ম

গুপ্ত নবরাত্রির গুরুত্বপূর্ণ নিয়ম

গুপ্ত নবরাত্রির দিনগুলিতে সকাল ও বিকেল উভয় সময়েই মা শক্তির পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। যদি এই সময় কারও বাড়িতে বা বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে ঘটস্থাপনা করা হয়ে থাকে তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে মা দুর্গা এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করাও খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এই সময় ব্রত এবং উপবাস রাখলে বলা হয় যে সিদ্ধি লাভ হয়ে থাকে। এছাড়াও এই সময় মা শক্তিকে লাল ফুল ও লাল চন্দনের সঙ্গে লাল বস্ত্র অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়।

 গুপ্ত নবরাত্রিতে নিষিদ্ধ কাজ

গুপ্ত নবরাত্রিতে নিষিদ্ধ কাজ

গুপ্ত নবরাত্রি উপলক্ষে আগামী এই ৯ দিন বেশ কিছু কাজ করাকে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। যেমন, নবরাত্রির এই ৯ দিন কোনও রকম তামসিক খাবার খাওয়া উচিত নয়। আমিষ, অ্যালকোহল, রসুন-পেঁয়াজ ইত্যাদি সেবন করাও শুভ বলে মনে করা হয় না। এই সময় কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কিংবা কোনও অনৈতিক কাজ করা উচিত নয়। ব্রহ্মচর্য অনুসরণ করা শুভ। এ সময় কারও সঙ্গে রাগ বা ঝগড়া করাও ঠিক নয়। এতে মা শক্তি রুষ্ট হন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’! মঙ্গল ও রাহুর খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’! মঙ্গল ও রাহুর খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর

English summary
fate is going to change this yoga formed in gupt navratri in july-2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X