For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গা পুজার নির্ঘণ্ট : জানুন পুজোর সময়-তারিখ-শুভ মুহূর্ত

  • By Shuvro Bhattacharya
  • |
Google Oneindia Bengali News

দেবীর ঘোটকে আগমন - ফল ছত্রভঙ্গ ।

দেবীর ঘোটকে গমন - ফল ছত্রভঙ্গ ।
...

দুর্গা পুজার নির্ঘণ্ট : জানুন পুজোর সময়-তারিখ-শুভ মুহূর্ত

মহালয়া

১৪ই আশ্বিন,
( ভা ৮ই আশ্বিন),
৩০শে সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার।

মহালয়ার অমাবস্যা ।
মহালয়ার তর্পণ ও পার্বণশ্রাদ্ধ ।

প্রতিপদ

১৫ই আশ্বিন,
( ভাঃ ৯ই আশ্বিন),
১লা অক্টোবর ২০১৬,শনিবার।

সকাল ৭।০ থেকে সকাল ৯।২৮ - এর মধ্যে শারদীয়া নবরাত্রি ব্রত আরম্ভ।

দুর্গা ষষ্ঠী

২১শে আস্বিন,
(ভাঃ ১৫ই আশ্বিন),
৭ই অক্টোবর ২০১৬,শুক্রবার।

সূর্য উদয় থেকে সকাল ৮৷৩৹ - এর মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠী পূজা।
পুষ্পাঞ্জলি, সন্ধ্যায় সন্ধ্যারতি।
সন্ধ্যা বেলায় শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী

২২ শে আশ্বিন,
(ভাঃ ১৬শে আশ্বিন) ,
৮ই অক্টোবর ২০১৬,শনিবার।

সূর্য উদয় থেকে সকাল ৭৷২- এর মধ্যে বা সকাল ৮৷৩০ থেকে সকাল ৯।২৭- এর মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর নবপত্রিকা(কলাবউ) স্নান, প্রবেশ, স্থাপন এবং মহাসপ্তমী পূজা।
পুষ্পাঞ্জলি, সন্ধ্যায় সন্ধ্যারতি।

রাত্রি ১১৷০০ থেকে রাত্রি ১১৷৪৮ মধ্যে কুলাচার অনুসারে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।

মহাষ্টমী

২৩শে আশ্বিন,
(ভাঃ ১৭ই আশ্বিন),
৯ই অক্টোবর ২০১৬,রবিবার।

সূর্য উদয় থেকে সকাল ৯।২৭- এর মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী পূজা আরতি ও পুষ্পাঞ্জলি।

কুমারী পূজা

সূর্য উদয় থেকে সকাল ৯।২৭- এর মধ্যে কুমারী পূজা।
সন্ধ্যায় সন্ধ্যারতি।

সন্ধি পূজা

রাত্রি ১০৷৭ থেকে সন্ধি পূজা আরম্ভ।

রাত্রি ১০৷৩১ থেকে বলিদান।

রাত্রি ১০৷৫৫- এর মধ্যে সন্ধিপূজা সমাপন।

মহানবমী

২৪শে আশ্বিন,
(ভাঃ ১৮ই আশ্বিন),
১০ই অক্টোবর ২০১৬,সোমবার।

সূর্য উদয় থেকে সকাল ৭৷২- এর মধ্যে বা সকাল ৮৷২৯থেকে সকাল ৯।২৭- এর মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহানবমী পূজা। পুষ্পাঞ্জলি, আরতি, হোম ও দক্ষিণান্ত।
সন্ধ্যায় সন্ধ্যারতি।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবরাত্রি ব্রত সমাপন।

শ্রীশ্রীবিজয়া দশমী

২৫সে আশ্বিন,
(ভাঃ ১৯শে আশ্বিন),
১১ইঅক্টোবর ২০১৬, মঙ্গলবার।

সূর্য উদয় থেকে সকাল ৭৷২- এর মধ্যে বা সকাল ৮৷২৯ থেকে সকাল ৯।২৭- এর মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমী পূজা ও মন্ত্রে বিসর্জন।

কুলাচার অনুসারে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মন্ত্রে বিসর্জনের পরে শ্রীশ্রীঅপরাজিতা পূজা।

বিজয়া দশমী কৃত্য।

[বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে]

English summary
Durga Puja 2016 : Check The time-Puja-date-Muhurat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X