For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনতেরস ২০১৮: পুজোর সময়-তারিখ-তিথি জেনে নিন

দেশের এক একটি অংশে এক একভাবে পালিত হয় দীপাবলি। পূর্বভারত দীপাবলি মানে বোঝে কালীপুজো, অন্যদিকে দেশের বাকি অংশে এদিন আরাধনা হয় লক্ষ্মীর। দীপাবলির ঠিক আগে পালিত হয় ধনতেরসের পুজো।

  • |
Google Oneindia Bengali News

দেশের এক একটি অংশে এক একভাবে পালিত হয় দীপাবলি। পূর্বভারত দীপাবলি মানে বোঝে কালীপুজো, অন্যদিকে দেশের বাকি অংশে এদিন আরাধনা হয় লক্ষ্মীর। দীপাবলির ঠিক আগে পালিত হয় ধনতেরসের পুজো। দেখে নেওয়া যাক, ২০১৮ সালের ধনতেরসের পুজোর সময় , তারিখ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

দীপাবলি-ধনতেরসের সময়

দীপাবলি-ধনতেরসের সময়

২০১৮ সালের দীপাবলী পালিত হচ্ছে ৭ নভেম্বর। এই পুজোর আয়োজন শুরু হবে ধনতেরস থেকে। অর্থাৎ ৫ নভেম্বর থেকে। এবছর ৫ নভেম্বর ধনতেরস পালিত হতে চলেছে। এরপর থাকছে 'ছোটি দিওয়ালি'। তারপর দীপাবলির পুজো ও গোবর্ধন পুজো।

ধনতেরসের তিথি

ধনতেরসের তিথি

কার্তিক মাসের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস। শাস্ত্র মতে, কার্তিক কৃষ্ণপক্ষতে পালিত হয় এই পুজো। এমন দিনে লক্ষ্মীর আরাধনার পাশাপাশি কুবেরের পুজো করা হয় বেশ কিছু পরিবারে। এমন শুভ দিনে সোনা , রূপার মতো দামী জিনিস কেনার রীতি প্রচলিত।

২০১৮ সালের ধনতেরসের তিথি

২০১৮ সালের ধনতেরসের তিথি

ধনতেরসের পুজোর মুহূর্ত হল ৫ নভেম্বর সন্ধ্যে ৬:০৫ থেকে রাত ৮:০১ পর্যন্ত। ১ ঘণ্টা ৫৫ মিনিট ধরে থাকবে এই মুহূর্ত। ত্রয়োদশীর তিথি শুরু হবে ৫ নভেম্বর রাত ১টা ২৪ মিনিট থেকে চলবে রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত।

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?

কথিত রয়েছে, রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। আর সেই ঘটনা ঘটে ধনতেরসের দিনই। সেই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে।

English summary
Dhanteras 2018: Date, Puja Timings, Significance And Celebrations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X