For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে পুরনো ক্যালেন্ডার রেখে দিয়েছেন? সাবধান! অজান্তেই ঘনিয়ে আসবে বিপদ

পুরনো ক্যালেন্ডারে বিপদ

Google Oneindia Bengali News

নতুন বছর শুরু হয়েছে কিছু দিন হল। এরই মধ্যে সকলেই নতুন সালের ক্যালেন্ডার টানিয়েছেন ঘরে। কিন্তু সাল শেষ হয়ে গেলেও অনেকেই আছেন যারা পুরনো ক্যালেন্ডার ফেলে দেন না। ভালো ছবি কিংবা ভালো দেখতে বলে সেগুলিকে রেখে দিয়ে থাকেন ঘরে। কিন্তু জানেন কী এই পুরনো ক্যালেন্ডার ঘরে রেখে দেওয়া মোটেই ভালো নয়। জেনে নেওয়া যাক ক্যালেন্ডারের শুভ অশুভ দিক গুলি কী কী।

পুরনো ক্যালেন্ডারের অশুভ ফল

পুরনো ক্যালেন্ডারের অশুভ ফল

নতুন বছরের আগমনে বাড়িতে ক্যালেন্ডারের পরিবর্তন করা হয় সব বাড়িতেই। কিন্তু অনেকেই আছেন যারা পুরনো ক্যালেন্ডারের উপরেই নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে দেন। কিংবা ঘরের কোণে রেখে দেন। বাস্তু অনুযায়ী পুরানো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন বছরের ক্যালেন্ডার রাখা খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু বাস্তু অনুসারে, পুরানো ক্যালেন্ডার থেকে অনেক ত্রুটি দেখা দেয়। বাড়িতে পুরনো ক্যালেন্ডার ঝুলিয়ে রাখলে ঘরে সুখ, সমৃদ্ধি ও উন্নতিতে বাধা আসে। প্রতি বছর নতুন বছরের আগমনে পুরনো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। নতুন বছরে নতুন ক্যালেন্ডার রাখলে অনেক উপকারিতা লাভ হয়।

 কোন দিকে ক্যালেন্ডার রাখবেন

কোন দিকে ক্যালেন্ডার রাখবেন

বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের পূর্ব দিকটিকে সবচেয়ে শুভ ফলদায়ক দিক হিসাবে বিবেচনা করা হয়। পূর্ব দিক হল সূর্য দেবতার দিক, যিনি আত্মসম্মান, শক্তি, নেতৃত্ব এবং খ্যাতির প্রতীক। পূর্ব দিকের দেওয়ালে ভগবান সূর্যের সঙ্গে যুক্ত ক্যালেন্ডার লাগানো শুভ। উদীয়মান সূর্য দেবতার একটি ছবি যুক্ত ক্যালেন্ডার রাখলে খুব শুভ বলে মনে করা হয়।

ভগবানের ছবি দেওয়া ক্যালেন্ডার

ভগবানের ছবি দেওয়া ক্যালেন্ডার

উত্তর, পশ্চিম এবং পূর্ব দেয়ালে ভগবানের ক্যালেন্ডার স্থাপন করা শুভ বলে মনে করা হয়। তবে ক্যালেন্ডারে হিংস্র প্রাণী এবং নেতিবাচক ছবি থাকলে তা বাড়ির কল্যাণের জন্য খুব অশুভ বলে মনে করা হয়ে থাকে।

 উত্তর দিকে ক্যালেন্ডার

উত্তর দিকে ক্যালেন্ডার

বাস্তুশাস্ত্রে উত্তর দিককে কুবেরের অভিমুখ ধরা হয়। তাই মনে করা হয়, উত্তর দিকের দেওয়ালে দেবী লক্ষ্মী ও কুবের দেবের ছবি ছাড়াও সবুজ ও প্রকৃতি সম্পর্কিত ছবি লাগানো ভালো। কিন্তু মনে রাখা উচিত যে দক্ষিণ দিকে কখনোই ক্যালেন্ডার রাখা ঠিক নয়। তাহলে সারা বছর নানা রকমের বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়।

 দরজায় ক্যালেন্ডারের অশুভ ফল

দরজায় ক্যালেন্ডারের অশুভ ফল

ঘরের দরজার সামনে বা পিছনে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা একদম উচিত নয়। পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থের জন্য ভালো মনে করা হয় না। এছাড়াও, প্রায়শই কিছু লোক পুরানো ক্যালেন্ডারের উপরে নতুন ক্যালেন্ডার রাখেন। বাস্তু অনুসারে, পুরানো ক্যালেন্ডার প্রয়োগ করা অশুভতার যোগাযোগ করে।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু তথ্যের উপর নির্ভরশীল)

English summary
bad effect of old calendar put at home on vastu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X