• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০ বছর পর তৈরি হচ্ছে এই মহাসংযোগ, কোন সময়ে রাখী পরানো শুভ হবে জেনে নিন

Google Oneindia Bengali News

এই বছর ১১ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার দেশজুড়ে রাখী বন্ধন উৎসব পালন করা হবে। ভাই-বোনের সম্পর্কে এই পর্বের খুব বিশেষ মাহাত্ম্য রয়েছে। বোন তাঁর ভাইয়ের হাতে সুরক্ষা সূত্র বাধে, অন্যদিকে ভাই তার বোনকে উপহার দেয়। জেনে রাখুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় উদযাপন করা এই রাখী উৎসব এই বছর খুবই বিশেষ হতে চলেছে। এদিন এমন এক মহাসংযোগ তৈরি হতে চলেছে যা প্রায় ২০০ বছর পর দেখা গিয়েছে।

২০০ বছর পর তৈরি হচ্ছে এই মহাসংযোগ

২০০ বছর পর তৈরি হচ্ছে এই মহাসংযোগ

জ্যোতিষ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই বছর রাখী উৎসব গ্রহদের বিশেষ পরিস্থিতির ওপর তৈরি হচ্ছে। আসলে এইবার গুরুদেব বৃহস্পতি ও গ্রহের সেনাপতি শনি বক্রী অবস্থায় নিজের নিজের রাশিতে বিরাজ করছে। এর সঙ্গে আয়ুষ্মান, সৌভাগ্য ও ধ্বজ যোগ থাকবে। এছাড়া শঙ্খ, হংস ও সংকীর্তি নামের রাজযোগ তৈরি হয়েছে। গ্রহদের এরকম অদ্ভুত সংযোগ ২০০ বছর পর তৈরি হতে চলেছে।

নতুন কাজ শুরু করলে লাভ পাওয়া যাবে

নতুন কাজ শুরু করলে লাভ পাওয়া যাবে

১১ অগাস্ট পূর্ণিমা তিথি ও শ্রবণ নক্ষত্রের সঙ্গে বৃহস্পতিবারের শুভ সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই যোগ কেনাকাটার ক্ষেত্রে খুবই শুভ বলে মনে করা হয়। এই শুভ মুহূর্তে বাহন, সম্পত্তি, আসবারপত্র, বৈদ্যুতিন সামগ্রী ও অন্য যে কোনও জিনিসের কেনাকাটা করতে পারেন, এতে দীর্ঘ সময় পর্যন্ত লাভ পাওয়া যাবে। এছাড়া এইদিনে কিছু নতুন শুরু করলে তা খুব ভালো ফল দেবে। এইদিন নতুন ব্যবসা শুরু করা, নতুন চাকরিতে যোগ দেও্যার মতো কাজও করা যেতে পারে।

ভদ্রকালে বাধবেন না রাখী

ভদ্রকালে বাধবেন না রাখী

জ্যোতিষ মতে, বৃহস্পতিবার ভ্রদ্র কাল শুরু হচ্ছে সকাল ১০টা ৩৯ মিনিটে এবং তা শেষ হবে রাত ৮টা ৫২ মিনিটে। বিশ্বাস করা হয় যে ভদ্রের বাস আকাশ বা স্বর্গ যেখানেই হোক না কেন, যতক্ষণ ভদ্র কাল সম্পূর্ণভাবে শেষ না হচ্ছে ততক্ষণ রাখী উৎসব করা উচিত নয়।

রাখীর জন্য শুভ মুহূর্ত

রাখীর জন্য শুভ মুহূর্ত

১১ অগাস্ট-পুচ্ছ কাল সন্ধ্যা ৫টা ০৭ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত
১১ অগাস্ট-চর চোঘরিয়া রাত ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিট পর্যন্ত
১১ অগাস্ট-প্রদোষ কাল রাত ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত
এই সময়গুলিতে বোন ভাইয়ের হাতে রাখী পরালে তা শুভ বলে বিবেচিত হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
know the auspicious time of Rakhi bandhan festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X