২০২০ সাল কেমন কাটবে আপনার! জানুন বার্ষিক রাশিফলের গণনায়
আর মাত্র ১ মাসের অপেক্ষা। আর তারপরই আসছে নতুন বছর। আর নতুন বছর মানেই ফের একবার পুরনো সবকিছুকে ঝেড়ে ফেলে নতুনভাবে বাঁচবার আশা। নতুন স্বপ্ন নিয়ে বুক বাঁধা। আর 'নতুন' কে মেনে নেওয়া। ২০১৯ সালকে পিছনে ফেলে এবার '২০' এর ঘরে প্রবেশের পালা।
নতুন সবকিছু নিয়েই মানুষের কৌতূহল চরমে থাকে। আর সেই হিসাব মতো, ২০২০ সাল কেমন কাটবে তা নিয়েও রয়েছে মানুষের মধ্যে বহু ভাবনা, কৌতূহল। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের রাশিফলের বিচারে আগামী বছর কেমন কাটতে চলেছে। বিভিন্ন রাশির জন্য কী কী অপেক্ষা করে রয়েছে ২০২০ সালে?

মেষ
মেষ রাশির জাতক জাতিকাদের আগামী বছর বড় কিছু পাওনার আশা রয়েছে। বহু ধরনের সম্ভাবনা আপনাদের সামনে আসবে আগামী বছর। তবে তা পেতে অনেকটা ধৈর্য ধরতে হবে। তবে ২০২০ সালে কোনওভাবে ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখুন। প্রেম এই বছর আপনাদের জন্য নতুন দিশা দেখাতে পারে।

বৃষ
গামী বছর কোনও বড় সিদ্ধান্ত নিতে গেলে , তা ভেবে চিন্তা করে নিন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আপনার আগামী বছর নির্ভর করছে। অর্থ ব্যয় সম্পর্কে সচেতন হোন। যখন তখন কেনাকাটা নিয়ে সাবধান হোন।

মিথুন
আগামী বছর আপনার আর্থিক ভাগ্য তুঙ্গে থাকবে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আর্থিক দিক নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে পিছিয়ে যাওয়া ভালো। সকলের সঙ্গে সুস্মপর্ক বজায় রাখার চেষ্টা করুন উপযুক্ত ফল পাবেন ২০২০ সালে। আগামী ৪ এপ্রিল থেকে ব্যক্তিগত জীবনে চরম সুখ আসতে চলেছে। ২০২০ সালে প্রেম জীবনও আপনার ভালো কাটবার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধ সেভাবে ভালো নাও কাটতে পারে।

কর্কট
নিজের পরিশ্রমে ভরসা করে আগামী বছর এগিয়ে চলুন। আগামী বছরের ১১ এপ্রিলের পর থেকে সময় সেভাবে ভালো নাও কাটতে পারে। চরম ধৈর্য ও পরিশ্রম আপনাকে শিখরে তুলতে পারে ২০২০ সালে। নিজের আত্মবিশ্বাস হারাতে দেবেন না।

সিংহ
আগামী বছর জমি বাড়ি, কেনাকাটা করলে তা ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। সেপ্টেম্বরের ১০ থেকে নভেম্বরের ১৪ তারিখের মধ্যে কোনও মতেই জমি , বাড়ি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না। আগামী বছর পেয়ে যেতে পারেন বহু কাঙ্খিত রোম্যান্টিক সময়।

কন্যা
কন্যা রাশির প্রবল ব্যয় হতে পারে আগামী বছর। তাই আর্থিক সঞ্চয় বাড়িয়ে রাখবার দিকে নজর দিন। তবে আগামী বছর আপনার জন্য দারুন সুখের খবর নিয়ে আসতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের খুবই ভালো সময় কাটতে পার আগামী বছর।

তুলা
তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আগামী বছর উন্নতির রাস্তায় প্রচুর বাঁধা থাকতে পারে। তবে সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে আপনারা আগামী বছর ব্যাপক লাভবান হবেন। আর্থিক স্বচ্ছলতা থেকে রোজগার আরও বাড়বে। ব্যবসায়ে তুমুল উন্নতি হতে পারে। অবিবাহিতরা সামনের বছরেই বিয়ে করে নিতে পারেন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক যাঁরা আগামী বছর বিয়ে করবেন ভাবছেন, তাঁরা বিয়ের জন্য এগিয়ে যেতে পারেন। কারণ স্ত্রী ভাগ্যে আগামী বছর উন্নতি পরিলক্ষিত হচ্ছে। আগামী বছর প্রচুর দেশ বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে কোনও বিপত্তি আসলেও মনের জোর রেখে এগিয়ে গেলেই কেল্লা ফতে!

ধনু
পরিবারের দিকে আগামী বছর নজর দিন। নিজের সম্পর্কের দিকে নজর দিন ভালোভাবে। এতে আপনার সুখই বাড়বে। যাঁরা অফিসের কর্মী, বা কোনও পরিষেবার কাজে যুক্ত তাঁরা কেরিয়ারে প্রবল উন্নতি দেখতে পাবেন। স্বাস্থ্য এই বছরে আরও ভালো কাটবে। কারোর সঙ্গে ঝগড়া থেকে বিরত থাকুন।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী বছর প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কাজের জায়গা ঘিরে। আর্থিক ব্যয়ের দিকে নজর রাখুন। তবে আর্থিক উন্নতি থেকে আপনাকে কেউ রুখতে পারবে না। সেপ্টেম্বর ১০ থেকে নভেম্বর ১৪ এর মধ্যে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।

মীন
আগামী বছর খুব বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আপনার ভাগ্যে কাজের ক্ষেত্রে। তবে তা যদি রুখতে চান, তাহলে সমস্ত সিদ্ধান্ত বুঝে সুঝে নিতে হবে। নিজের আর্থিক দিকে নজর দিন। পারিবারিক চিন্তাও ঈপনাকে ভোগাতে পারে .তাই সমস্ত পরিস্থিতি সামলাতে ধৈর্য ধরে রাখুন ।