For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ করওয়া চৌথ: ৭০ বছর পর অত্যন্ত শুভদিন আসন্ন! জানুন সময়-তিথি

স্বামীর সুখ-সমৃদ্ধি কামনায় দেশের উত্তরপ্রান্তের মহিলারা পালন করে থাকেন করওয়া চৌথ। অনান্যবারের মতো এই বছরেও আসতে চলেছে এই অনুষ্ঠান।

  • |
Google Oneindia Bengali News

স্বামীর সুখ-সমৃদ্ধি কামনায় দেশের উত্তরপ্রান্তের মহিলারা পালন করে থাকেন করওয়া চৌথ। অনান্যবারের মতো এই বছরেও আসতে চলেছে এই অনুষ্ঠান। শাস্ত্র মতে এমন দিনে, স্ত্রীরা যদি একাধিক আচার অনুষ্ঠান পালন করেন তাহলে তা অত্যন্ত সুখকর হয় দাম্পত্য জীবনে। তবে অনান্য বারের তুলনায় ২০১৯ সালের করওয়া চৌথ অত্যন্ত শুভফলদায়ক। কারণ ৭০ বছর বাদে এমন একটা শুভ দিন আসতে চলেছে।

কবে করওয়া চৌথ?

কবে করওয়া চৌথ?

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে করওয়া চৌথ। সেদিন সন্ধ্যেবেলা ৬:৪৮ মিনিটে শুরু হবে করওয়া চৌথের তিথি। আর তা শেষ হবে ১৮ অক্টোবর সকাল ৭:২৯ মিনিটে।

কেন শুভ দিন এই বছরের করওয়া চৌথ?

কেন শুভ দিন এই বছরের করওয়া চৌথ?

৭০ বছর বাদে এই বছরই প্রথম রোহিনী নক্ষত্রের সঙ্গে মঙ্গলের যোগ স্থাপিত হয়েছে। যা নিঃসন্দেহে একটি শুভ দিন। আর এমন দিনে করওয়া চৌথের ব্রত পালন অত্যন্ত শুভ ফল দিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

কিভাবে পালিত হয় করওয়া চৌথ?

কিভাবে পালিত হয় করওয়া চৌথ?

করওয়া চৌথে মূলত হিন্দু মহিলারা গোটা দিন উপবাস রেখে রাতে চাঁদ দেখবার পরই নিজের উপবাস ভঙ্গ করেন। সেই সময় পালিত হয় এই তিথির ব্রত। নিজের বিবাহিত ছেলে ও মেয়েদের প্রতি এই সময় শুভেচ্ছা সহ 'সরগি' পাঠান অভিভাবকরা। মূলত সুখী দাম্পত্যের প্রার্থনাতে পালিত হয় করওয়া চৌথ।

English summary
2019 Karwa Chouth: after 70 years this tithi is very auspicious,know the reason.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X