For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ৫ জানুয়ারি : ব্রিটিশ নাগরিক থাকাকালীন জেহাদি কার্যকলাপের কারণে পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এরপরে জামিনে ছাড়া পেয়েই ১৫ মাস আগে সিরিয়ায় গিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসে যোগ দিয়েছে সিদ্ধার্থ ধর নামে এক ব্রিটিশ বাঙালি। [বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস]

ব্রিটিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেহাদি ভাবনায় বিশ্বাসী সিদ্ধার্থ নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম হয়েছে। এখন তার নাম আবু রুমায়শা। আর সেই এখন একেবারে সরাসরি হুমকি ছুঁড়ে দিয়েছে ব্রিটেনের দিকে।

বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!

আইএসের সাম্প্রতিকতম প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিটিশ চর সন্দেহে পাঁচ জনকে কমলা পোশাক পরিয়ে নিজেদের দোষ কবুল করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আর এই ভিডিও দেখেই শুরু হয়ে গিয়েছে নয়া তোলপাড়।

এই জঙ্গিদেরই একজন ব্রিটেন থেকে আইএসে যোগ দেওয়া সিদ্ধার্থ ধর বলে সন্দেহ করা হয়েছে। ভিডিওতে শোনা গলা দেখে দাদারই বলে শনাক্ত করেছেন তার বোন কণিকা ধর। এমনটাই দাবি ব্রিটিশ পুলিশের। তবে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে রাজি নন কেউ।

রবিবার প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খাঁটি ব্রিটিশ উচ্চারণে ব্রিটিশদের হুমকি দিচ্ছে এক মুখোশধারী জঙ্গি। এমনকী প্রধানমন্ত্রী ডেভিড ক্য়ামেরনকেও হুমকি দেওয়া হয়েছে। আর সেই জঙ্গি সিদ্ধার্থই বলে জানা গিয়েছে।

২০১৪ সালে সিদ্ধার্থকে গ্রেফতারের পরে জামিন পেয়ে গেলে তাকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়। যদিও নিরাপত্তার ফাঁক গলে সে বাসে চেপে প্যারিসে চলে যায়। এবং সেখান থেকে সোজা উড়ে যায় সিরিয়ায়।

এমন আরও খবর পড়ুন এখানে :

বাঙালিদের আহ্বাণ জানিয়ে ২.৪৫ মিনিটের অডিও বার্তা প্রকাশ করল আইএসআইএসবাঙালিদের আহ্বাণ জানিয়ে ২.৪৫ মিনিটের অডিও বার্তা প্রকাশ করল আইএসআইএস

আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানেআইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে

ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফ

English summary
Man who threatened Britain, David Cameron in new ISIS video is A British-Bengali!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X