For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউয়ে মমতার সভা ভরাচ্ছে সমাজবাদী পার্টি, শহর ছেয়েছে মমতার ছবিতে

নোট বিতর্কে মোদির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভারত পরিক্রমা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লখনউয়ে মমতার সভা ভরালেন সমাজবাদীর পার্টি কর্মী-সমর্থকরা।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

লখনউ, ২৯ নভেম্বর : নোট বিতর্কে মোদির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভারত পরিক্রমা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লখনউয়ে মমতার সভা ভরালেন সমাজবাদীর পার্টি কর্মী-সমর্থকরা। লখনউ সেজে উঠল মুলায়ম-মমতা-অখিলেশের কাট আউটে। মোড়ে মোড়ে মমতার ছবি। দেখে বোঝার উপায় নেই, বাংলা না লখনউয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

গোমতীনগরে মমতার ধরনা মঞ্চ তৈরি হয়েছে। মুকুল রায়ের ব্যবস্থাপনায় সেড়ে উঠেছে গোমতীর তীরবর্তী ওই এলাকা। সেখানে যেদিকে চোখ যায় শুধু মমতার ছবি। সভাস্থলে থিক থিক করছেন জনতা। উত্তরপ্রদেশে যেখানে তৃণমূলের সংগঠন বলে কিছু নেই। নেই কোনও বিধায়ক, সাংসদ। তবু তাঁর সভাস্থলে এত মানুষ কোথা থেকে এলেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ ভরিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি।

লখনউয়ে মমতার সভা ভরাচ্ছে সমাজবাদী পার্টি, শহর ছেয়েছে মমতার ছবিতে

গতকাল বিমানবন্দরে মমতাকে অভ্যর্থনা জানাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আগমনেই সেই বার্তা লুকিয়ে ছিল। এদিন সকাল হতেই একেবারে নবরূপে প্রতিভাত গোমতীনগর। একই হোর্ডিংয়ে তিন জননেতা-নেত্রীর ছবি। সভাস্থলেও কাতারে কাতারে ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। সভামঞ্চেও সমাজবাদী পার্টির মন্ত্রী-নেতাদের সংখ্যাধিক্য।

এদিন নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনা মঞ্চে আসার কথা আপ প্রতিনিধিদেরও। তার আগে সমাজবাদী পার্টির নেতারা মমতার পাশে দাঁড়িয়েছেন নোট বাতিলর ইস্যুতে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মমতার এই লড়াই ভিন্ন মাত্রা পাচ্ছে যত দিন যাচ্ছে। ২০১৯-কে পাখির চোখ করে মমতা এগোতে চাইছেন। একে একে সমর্থন আদায় করে নিচ্ছেন সমস্ত অ-বিজেপি দলগুলিরই। চাপ বাড়ছে মোদির।

English summary
Samajwadi Party workers and supporters gathered in Mamata's meeting. Mamata-Mulayam-Akhilesh was pretending to be cut out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X