For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসক মহিলার চোখ থেকে বের করছেন ২৩টি কন্ট্যাক্ট লেন্স, ভাইরাল অস্ত্রোপচারের ভিডিও

চিকিৎসক মহিলার চোখ থেকে বের করছেন ২৩টি কন্ট্যাক্ট লেন্স, ভাইরাল অস্ত্রোপচারের ভিডিও

Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরে চোখের সমস্যা হচ্ছিল। বার বার মনে হচ্ছিল চোখে কিছু আটকে গিয়েছে। চোখের যন্ত্রণাও হচ্ছিল। উপায় না দেখে চিকিৎসকের পরামর্শ। পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকের চক্ষু চরক গাছ। তিনি পরীক্ষা করে দেখেন, চোখে একাধিক কন্ট্যাক্ট লেন্স রয়েছে। অস্ত্রোপচারের পর দেখা যায় ওই মহিলার চোখে ২৩টি কন্ট্যাক্টস লেন্স ছিল।

কী রয়েছে ভিডিওটিতে

১৩ সেপ্টেম্বর চক্ষু চিকিৎসক একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। ভিডিটিতে দেখা গিয়েছে চিকিৎসক চোখের ভিতর থেকে কোনও এক মহিলার কন্ট্যাক্ট লেন্স বের করছেন। ভিডিওটিতে মহিলার চোখ থেকে অনেক কনট্যাক্ট লেন্স বের করতে দেখতে পাওয়া যায়। পরে গুনে দেখা যায় ওই মহিলার চোখ থেকে ২৩টি কন্ট্যাক্ট লেন্স পাওয়া গিয়েছে।

ঘটনাটি কী ঘটেছিল

ঘটনাটি কী ঘটেছিল

চক্ষু বিশেষজ্ঞ ক্যাটেরিনা কুর্টিভা জানিয়েছেন, এক মহিলা তাঁর কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। ওই মহিলার ২৩দিন রাতে চোখ থেকে কন্ট্যাক্ট লেন্স খুলতে ভুলে যান। পরের দিন সকালে উঠে ফের নতুন কন্ট্যাক্ট লেন্স পরেন। নিজের ভুল বুঝতে পেরে মহিলা চিকিৎসকের পরমার্শ নিতে এসেছিলেন। চিকিৎসক জানিয়েছেন, এই কন্ট্যাক্ট লেন্সগুলো বের করতে তাঁকে একটা ছোট অস্ত্রপচার করতে হয়েছে। ফরশেপের সাহায্যে খুব সূক্ষভাবে অস্ত্রোপচার করেছি। পরে গুনে দেখিছি, চোখের মধ্যে ২৩টি কন্ট্যাক্ট লেন্স ছিল। চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ঘটনায় চোখের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। ইনস্টাগ্রামে এই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ

চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ

চক্ষু বিশেষজ্ঞ ক্যাটেরিনা কুর্টিভা জানিয়েছেন, ওই মহিলাকে তিনি চশমা পরার পরামর্শ দিয়েছেন। কিন্তু এত বড় ঘটনার পরেও ওই মহিলা চশমা পরতে ইচ্ছুক নন। তিনি মন্তব্য করেছে, কখনই কন্ট্যাক্ট লেন্স পরে রাতে শুতে যাওয়া উচিত নয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলার বিষয়ে সতর্ক হতে হবে। কেই যদি ভুলে যান, সেক্ষেত্রে তাঁর চশমা পরাই শ্রেয়। রাতে কন্ট্যাক্টস লেন্স পরে ঘুমাতে গেলে চোখের ওপর প্রভাব পড়ে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি ২.৯ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। ৮১,০০০ বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, 'আমি এতটাই অবাক হয়েছি ঘটনায় যে হা হয়ে গেছি। চোয়াল বন্ধ করতে পারছি না।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'একজন কী করে ২৩টি কন্ট্যাক্ট লেন্স পরতে পারেন। দ্বিতীয় বা তৃতীয় কন্ট্যাক্টস লেন্স ব্যবহারের সময়ই তো অসুবিধা হওয়ার কথা।'

English summary
A viral video shows removal of 23 contact lenses from woman’s eyes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X