For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুতুড়ে ফ্যাকাশে এক প্রাণীর দেখা মিলল পৃথিবীতে, তবে কি এসে গেলেন ভিনগ্রহীরা

Google Oneindia Bengali News

ভিনগ্রহীদের অপেক্ষায় সেই কবে থেকে প্রহর গুণছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশ বিজ্ঞানীরা। এলিয়েনদের পৃথিবীতে আনতে কত কী চেষ্টা চলছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় একটি সিসি ক্যামেরায় ধরা পড়ল ভুতুড়ে ফ্যাকাশে একটি প্রাণীর ছবি। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পৃথিবীতে এসে গেলেন ভিনগ্রহীরা?

ভুতুড়ে-কাণ্ডে সীমাবদ্ধ নেই, এলিয়েন নিয়েও চর্চা

ভুতুড়ে-কাণ্ডে সীমাবদ্ধ নেই, এলিয়েন নিয়েও চর্চা

মার্কিন যুক্তরাষ্ট্র ওই ভুতুড়ে ফ্যাকাশে প্রাণী ক্যামেরা-বন্দি হওয়ার পর থেকই জল্পনা শুরু হয়েছে। কিছু অদ্ভুত প্রাণীর উপস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে রহস্যের বাতাবরণ তৈরি করা হয়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি থেকে এরকম একটি ভিডিও নেটিজেনদের বিভ্রান্ত করে দিয়েছে। শুধু ভুতুড়ে-কাণ্ডে সীমাবদ্ধ নেই জল্পনা, এলিয়েন নিয়েও চর্চা চলছে জোর।

শেয়ার করা হয়েছে এক অদ্ভুত প্রাণীর ভিডিও

শেয়ার করা হয়েছে এক অদ্ভুত প্রাণীর ভিডিও

এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীরা কি আসলে মানুষের মতোই! তাঁরাও কি মানুষের মতো চলাফেরা করতে পারে। ভাইরাল ভিডিও বিতর্কের জন্ম দিয়েছে। একটি প্যারানর্মানিলিটি ম্যাগাজিন টুইটারে শেয়ার করেছে ওই অদ্ভুত প্রাণীর ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফ্যাকাশে ভীতু চেহারার একটি প্রাণী মোরহেডের রাস্তায় হাঁটছে। প্রাণীটি নীচু হয়ে কিছু একটা খোঁজার চেষ্টা চালাচ্ছে। প্যারানর্মানিলিটি ম্যাগাজিন টুইটারে ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, মোরহেডের কাছে একটি সিকিউরিটি ক্যামে ধরা ফ্যাকাশে ভুতুড়ে প্রাণীটির ভিডিওটি এখানে।

অন্য বিশ্বের প্রাণী এসে পড়েছে পৃথিবীতে!

অন্য বিশ্বের প্রাণী এসে পড়েছে পৃথিবীতে!

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ৫৪০কে ভিউ পেয়েছে এবং লাইকও ছাড়িয়ে গিয়েছে ৭কে। এই ভিডিও দেখে কমেন্টের ছড়াছড়ি। যদিও কেউ কেউ উল্লেখ করেছেন ক্লিপটি ফেক হতে পারে। আবার এমন কমেন্টও এসেছে যে, ওই প্রাণীটি আসলে ভিনগ্রহের। অন্য বিশ্বের প্রাণী এসে পড়েছে পৃথিবীতে। আর পৃথিবীতে এসে হোঁচট খাচ্ছে।

ভিনগ্রহীদের সন্ধানে মহাকাশে বহু ‘দূত’ ঘুরছে

ভিনগ্রহীদের সন্ধানে মহাকাশে বহু ‘দূত’ ঘুরছে

ভিনগ্রহীদের সন্ধানে মহাকাশে তন্ন তন্ন করে অনুসন্ধান চালাচ্ছেন পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিনগ্রহীদের এই পৃথিবীতে নিয়ে আসতে। বিভিন্ন প্রযুক্তির টেলিস্কোপ থেকে শুরু করে মোহিনী-মন্ত্রের দ্বারস্থও হয়েছেন বিজ্ঞানীরা। আবার অত্যাধুনিক যন্ত্রও পাঠানো হয়ছে এলিয়েনদের খুঁজে বের করতে। সম্প্রতি আঙুলের ডগা দিয়ে আঁকা এক চিত্রকে তাঁরা ব্যবহার করেছেন এলিয়েনকে মানব সভ্যতার পথ চেনাতে।

এলিয়েনরা পৃথিবীতে চলে এলেন কি না, জানার চেষ্টা

মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, তাঁরা যদি মহাকাশে বার্তা পাঠাতে পারেন পৃথিবীতে উন্নত শ্রেণির প্রাণী রয়েছে। অন্য গ্রহেও যদি উন্নত শ্রেণির কোনও প্রাণীকূল থাকে, তাঁরা সেই বার্তা বুঝবেন। এলিয়েনরা বার্তা পাবেন পৃথিবীর মানব সভ্যতার। ইউক্লিডের ভিআইএস যন্ত্র থ্রি-ডি মানচিত্র মহাকাশে ভাসিয়ে সেই বার্তা পৌঁছে গেবে। ভিনগ্রহের প্রাণীরা ইউক্লিড খুঁজে পেলে জানতে পারবে কীভাবে মানব সভ্যতার সন্ধান পাওয়া যায়। এখন তেমনই কোনও প্রযুক্তি ধরে এলিয়েনরা পৃথিবীতে চলে এলেন কি না, তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

ছবি সৌ:টুইটার

সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি দেখতে কেমন জানেন, দেখুন নাসার টেলিস্কোপের সৌজন্যেসৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি দেখতে কেমন জানেন, দেখুন নাসার টেলিস্কোপের সৌজন্যে

English summary
A video of spooky pale creature like Alien recently being viral, that is spotted on camera in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X