For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে পা দেওয়ার আগে টেলিভিশন জগতের চেনা মুখ ছিলেন ইরফান খান

বলিউডে পা দেওয়ার আগে টেলিভিশন জগতের চেনা মুখ ছিলেন ইরফান খান

Google Oneindia Bengali News

প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ইরফান খান। মঙ্গলবার কোলোন সংক্রমণ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডে পা দেওয়ার আগে এই অভিনেতাকে বহু টেলিভিশন শোতে দেখা গিয়েছিল। চাণক্য থেকে চন্দ্রকান্তা বিভিন্ন ধারাবাহিকে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

চন্দ্রকান্তা

চন্দ্রকান্তা

অলৌকিক বিষয়ের ওপর তৈরি এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে ইরফান খান বদ্রীনাথ ও সোমনাথ নামে দুই যমজ ভাইয়ের চরিত্রে ছিলেন। শাহবাজ খান, যাঁকে এই ধারাবাহিতে কুমার বীরেন্দ্র বিক্রম সিংয়ের ভূমিকায় দেখা গিয়েছিল, তিনি ইরফানকে এই ধারাবাহিকটি করার জন্য জোর দেন।

বনেগি আপনি বাত

বনেগি আপনি বাত

কলেজ ও নতুন প্রজন্মদের নিয়ে তৈরি বনেগি আপনি বাত সিরিয়ালটিতে ইরফানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এই সিরিয়ালে বহু অভিনতেআ-অভিনেত্রীদের দেখা যায়, এমনকি বলিউডের অনেকেই এই সিরিয়ালে অভিনয় করেছেন।

চাণক্য

চাণক্য

ঐতিহাসিক এই ধারাবাহিকে ইরফান খান সেনাপতি ভদ্রশলের ভূমিকায় অভিনয় করেন। ১৯৯১ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয় ৪৭টি পর্বের এই ঐতিহাসিক নাটক যা চলে ১৯৯২ সালের ৯ আগস্ট পর্যন্ত।

ভারত এক খোঁজ

ভারত এক খোঁজ

দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের অনুকরণে তৈরি হয় ভারত এক খোঁজ শো। ৫৩টি পর্বের এই ধারাবাহিকের একই পর্বে দেখা যায় ইরফানকে।

লাল ঘাস পর নীলে ঘোড়ে

লাল ঘাস পর নীলে ঘোড়ে

দূরদর্শনে টেলিনাটক লাল ঘাস পর নীলে ঘোড়েতে অভিনয় করেন ইরফান। এই নাটকে তিনি লেনিনের ভূমিকায় ছিলেন। রাশিয়ান নাটক মিখাইল শতরভের অনুবাদ ছিল এটি, যা অনুবাদ করেছিলেন উদয় প্রকাশ।

ডর

ডর

ডর ধারাবাহিকে তিনি প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সাইকো সিরিয়াল কিলার ছিলেন, ইরফানের বিপরীতে ছিলেন কে কে মেনন।

কহকশন

কহকশন

এই ধারাবাহিকে ইরফান জনপ্রিয় উর্দু কবি ও মার্কসবাদী রাজনৈতিক কর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও ইরফানকে দেখা গিয়েছে স্টার বেস্টসেলারস ও ভঁওবার-এ।

English summary
before entering bollywood irrfan khan was a well known face in the television world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X