For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া ও আমেরিকার ভূখণ্ড যুক্ত হয়ে গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া, দাবি বিজ্ঞানীদের

এশিয়া ও আমেরিকার ভূখণ্ড যুক্ত হয়ে গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া, দাবি বিজ্ঞানীদের

Google Oneindia Bengali News

বিশ্বের মহাদেশগুলোকে কখনও কখনও আবার দুটো দেশকে ভাগ করে রেখেছে সাগর বা মহাসগর। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বয়স আরও বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত স্থলভাগ যুক্ত হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেছেন, আগামী ২০০ থেকে ৩০০ বছরের মধ্যে আর্কটিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর অদৃশ্য হয়ে যাবে। সেখানে এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে আমেরিকার মূল ভূখণ্ড যুক্ত হয়ে সুপার মহাদেশ আমাসিয়া গঠন করবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

কী বলছেন বিজ্ঞানীরা

কী বলছেন বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি এবং চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর ধারাবাহিকভাবে সঙ্কুচিত হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিবছর প্রশান্ত মহাসাগর এক ইঞ্চি করে সঙ্কুচিত হচ্ছে। তাঁরা মনে করছেন, কোনও এক সময়ে পৃথিবীর সমস্ত স্থভাগ একত্রিত হয়ে যাবে। আমেরিকা ও এশিয়া দুটো মহাদেশ একত্রিত হয়ে আমাসিয়া গঠন করবে। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এর জন্য ২০০ থেকে ৩০০ মিলিয়ন বছর লাগবে।

পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রিত হয়ে যাবে

পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রিত হয়ে যাবে

গবেষকরা জানিয়েছেন, আগে পৃথিবীতে সমস্ত স্থলভাগ একত্রিত ছিল। সেই সময় স্থলভাগে সংঘর্ষ লেগেই থাকত। ধীরে ধীরে ভূপ্রকৃতির পরিবর্তন হয়। সাগর মহাসগর দেশ বা মহাদেশকে বিভক্ত করেছে। কিন্তু ২০০ থেকে ৩০০ মিলিয়ন পরে পৃথিবীর পরিস্থিতি আবার আগের পর্যায় আসবে। তখন সমস্ত স্থলভাগ একত্রিত হয়ে যাবে। ন্যাশনাল সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত একটি গবেষণার প্রধান লেখক ডঃ চুয়ান হুয়াং এমনটাই দাবি করেছেন।

গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া

গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া

গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে সুপার মহাদেশগুলো দুটি ভিন্ন উপায়ে গঠিত হবে বলে মনে করা হচ্ছে। একটি সুপার কম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলিকে অনুকরণ করে বিজ্ঞানীদের একটি দল বলেছেন, ৩০০ মিলিয়নের কম সময়ের মধ্যে প্রশান্ত মহাসাগর সঙ্কুচিত হয়ে যাবে। এশিয়ার সঙ্গে আমেরিকার স্থলভাগ যুক্ত হয়ে আমাসিয়া গঠন করবে। আমেরিকা ও এশিয়ার মূল ভূখণ্ড যুক্ত হয়ে যে সুপার মহাদেশ গঠিত হবে, তার নাম বিজ্ঞানীরা ইতিমধ্যে রেখেছেন। তাঁরা সেই সুপার মহাদেশকে আমাসিয়া বলে উল্লেখ করছেন। তাঁরা জানিয়েছে, যে মুহূর্তে এশিয়ার সঙ্গে আমেরিকার মূল ভূখণ্ড যুক্ত হয়ে যাবে, তখন প্রশান্ত মহাসাগরের কোনও অস্তিত্ব থাকবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, এক্ষেত্রে অস্ট্রেলিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অস্ট্রেলিয়া এগিয়ে আসছে ইউরোপের দিকে

অস্ট্রেলিয়া এগিয়ে আসছে ইউরোপের দিকে

বিশেষজ্ঞরা মনে করছেন, যে নতুন সুপারমহাদেশ তৈরি হবে, তা পৃথিবীর ওপরের ভাগে তৈরি হবে। দক্ষিণে বিষুবরেখা পর্যন্ত বিস্তৃত হবে সুপারমহাদেশটি। বিজ্ঞানীরা জানিয়েছে, অস্ট্রেলিয়া প্রতিবছর সাত সেন্টিমিটার হারে এশিয়ার দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা মনে করছেন ইউরোশিয়া ও আমেরিকা প্রশান্ত মহাসাগরের দিকে খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে।

বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন

বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন

বিজ্ঞানীরা জানিয়েছেন, সুপার মহাদেশ গঠনের সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীর ব্যাপক পরিবর্তন হবে। বর্তমানে পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে। সেখানে বাস্তুতন্ত্র থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সব আলাদা। সাতটি মহাদেশ একত্রিত হলে বিষয়টি কেমন হবে তা বিজ্ঞানীদের কল্পনার বাইরে বলেই জানিয়েছেন।

English summary
Asia and America will be joined together to form the supercontinent Amasia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X