For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারিকেন ইয়ানের ‘ধাক্কা’ নাসার আর্টেমিস মিশনে! চন্দ্রাভিযানে বাধা কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে

হারিকেন ইয়ানের ‘ধাক্কা’ নাসার আর্টেমিস মিশনে! চন্দ্রাভিযানে বাধা কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে

Google Oneindia Bengali News

নাসার আর্টেমিস মিশনে এবার ধাক্কা দিল হারিকেন ইয়ান। ফ্লোরিডামুখী শক্তিশালী ইয়ানের জেরে আবারও বাধার মুখে পড়ন নাসার চন্দ্রাভিযানের পরিকল্পনা। এর আগে দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগে পিছিয়ে গিয়েছিল। তৃতীয়বারের প্রচেষ্টা ধাক্কা খেল হারিকেন ইয়ানের জেরে। নাসার বিজ্ঞানীদের উদ্বেগই সত্যি হল শেষপর্যন্ত।

নাসার আর্টেমিস মিশন ঝড়ের কবলে

নাসার আর্টেমিস মিশন ঝড়ের কবলে

হারিকেন ইয়ান বয়ে গিয়েছে ফ্লোরিডার উপর দিয়ে। তারপরই নাসা নিশ্চিত করেছে, ক্যাটাগরি ফোরের ঝড়ও তেমন কোনও ক্ষতি করতে পারেনি নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ানের। তবে নাসার আর্টিমিস মিশন পিছিয়ে গিয়েছে এই ভয়াবহ ট্রপিক্যাল ঝড়ের ফলে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় নিয়েই নাসার ওই মহাকাশযান পাঠানো হবে চাঁদে।

যখন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হারিকেন ইয়ান

যখন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হারিকেন ইয়ান

গত সপ্তাহে আমেরিকার ফ্লোরিডা ও কিউবায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হারিকেন ইয়ান। ফলে নাসার বিজ্ঞানীরা মনে করেছিলেন এর ফলে নাসার আর্টোমিসের লঞ্চ সিস্টেম ও ওরিয়েবন মহাকাশযানে প্রাথমিক পরিদর্শনের ফ্লাইট হার্ডওয়্যার ও অন্যান্য পরিকাঠামোর ক্ষতি হতে পারে। কিন্তু পরিকাঠামোগত কোনও ক্ষতি না হলেও উৎক্ষেপণের দিন পিছিয়ে দেওয়া হল।

নভেম্বরে ধার্য করা হয়েছে উৎক্ষেপণের দিন

নভেম্বরে ধার্য করা হয়েছে উৎক্ষেপণের দিন

নাসা জানিয়েছে, আর্টেমিস ওয়ান রকেটটি ভালো অবস্থায় রয়েছে। শুধুমাত্র অল্প কিছু জায়গায় জল ঢুকেছে। প্রকৌশলীরা নাসার আর্টেমিস মিশনের লক্ষ্যে ওই রকেটটিকে পুনরায় পরীক্ষা করে দেখেছেন। যান্ত্রিক কোনওএ ত্রুটি ধরা পড়েনি। তবে আবার তা পরীক্ষা করে দেখেই চাঁদের উদ্দেশে রওনা দেবে আর্টেমিস ওয়ান। তাই আপাতত নভেম্বরে ধার্য করা হয়েছে উৎক্ষেপণের দিন।

আবার পরীক্ষার পর সবুজ সংকেত

আবার পরীক্ষার পর সবুজ সংকেত

আমেরিকান স্পেস এজেন্সি নাসা নভেম্বরে চাঁদে অভিযান চালানোর পরিকল্পনায় সিলমোহর দিয়েছে। এর আগে দুবার তা স্থগিত হয়ে গিয়েছিল। তৃতীয় প্রচেষ্টাটি পিছিয়ে গেল হারিকেন ইয়ানের অতর্কিত হানায়। নাসা জানিয়েছে প্রকৌশলীরা ফের পরীক্ষা করবেন। সেই রিপোর্ট ইচিবাচক হলেই যাত্রার সবুজ সংকেত দেওয়া হবে।

নাসা কবে আর্টেমিস মিশন লঞ্চ করবে?

নাসা কবে আর্টেমিস মিশন লঞ্চ করবে?

অগাস্ট থেকে বারবার বাধাপ্তাপ্ত হয়েছে আর্টেমিস মিশন। প্রথম দুবার যান্ত্রিক গোলযোগো মিশন সাকসেসফুল করতে পারেনি নাসা। তৃতীয় প্রচেষ্টার জন্য প্রথমে ২৭ সেপ্টেম্বর তারপর তা পিছিয়ে ২ অক্টোবর করা হয়েছিল। কিন্তু সেখানে বিপত্তি বাধল হারিকেন ইয়ান। অন্য কোনও অসুবিধা না থাকায় গোটা অক্টোবর মাসই তাদের কাছে পড়ে রয়েছে। কিন্তু এবার সবদিক বিবেচনা করে নভেম্বেরর প্রথম সপ্তাহের মধ্যেই চাঁদে পাড়ি দিতে চলেছে আর্টেমিস।

ট্রপিক্যাল ডিপ্রেশন নাইনের ধাক্কায় নাসা

ট্রপিক্যাল ডিপ্রেশন নাইনের ধাক্কায় নাসা

নাসা প্রথম দু-বার যান্ত্রিক গোলযোগে বাধাপ্রাপ্ত হয়েছিল। দ্বিতীয়বার জ্বালানিতে লিক ধরা পড়ে। তা সারানোর পর ২৭ সেপ্টেম্বর তা চাঁদে পাড়ি দেবে বলে দিনক্ষণ চূড়ান্ত হয়ছিল। কিন্তু এবার নাসার আর্টেমিস মিশনের সামনে হাজির ট্রপিক্যাল ঝড়। ক্যারিবিয় অঞ্চলে বিরাট ঝড়ের সম্ভাবনা দেখা দেয়, যে ঝড়কে ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন আখ্যা দেওয়া হয়েছিল।

নাসার প্ল্যান বি-ও ফেল করল এবার

নাসার প্ল্যান বি-ও ফেল করল এবার

ক্যারিবিয় ঝড়টি ফ্লোরিডা অভিমুখী হয়ে তাণ্ডব চালিয়েছে। ওই ফ্লোরিডাতেই রয়েছে কেনেডি স্পেস সেন্টার। সেখান থেকেই চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আর্টেমিস ওয়ানের। কিন্তু হারিকেনের প্রভাবে আরও বিলম্বিত হল নাসার আর্টেমিস মিশন। নাসার প্ল্যান বি-ও এক্ষেত্রে কাজ করল না। ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২ অক্টোবর পিছিয়ে দেওয়া হয়েছিল মিশন।

বায়ু সেনায় অন্তর্ভুক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার! LCH বিষয়টি ঠিক কী? বায়ু সেনায় অন্তর্ভুক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার! LCH বিষয়টি ঠিক কী?

English summary
Nasa’s Artemis mission steps back due to tropical storm Hurricane Ian before launch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X