মুর্শিদাবাদে গণপিটুনিতে মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন যুবকের
গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। এদিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে এই ঘটনা ঘটে। থানার থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে যে যুবককে পিটিয়ে মারা হয় সে মানসিক ভারসাম্যহীন।

এদিন একটি ডায়গানস্টিক সেন্টারে ঢুকে পড়ে সে। তারপর ওই সেন্টারে ভাঙচুর করে। তারপরেই গনপিটুনি দেওয়া হয় ওই যুবক কে। তার জেরে মৃত্যু হয় তার।
রাজ্যে গনপিটুনি বন্ধ করতে সম্প্রতি একটি আইন পাস করে রাজ্য সরকার। সেই আইন পাস করার পর এই প্রথম গনপিটুনিতে মৃত্যু হল এই রাজ্যে।
তবে গত কয়েক দিনে রাজ্যর বেশ কিছু জায়গায় চোর সন্দেহে কয়েক জনকে মারধর করা হয়েছে। তাতে অবশ্য কারোর মৃত্যু হয় নি। এই আইন পাস হবার আগে অবশ্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শিশু চোর সন্দেহে কয়েক জন কে গনপিটুনি দেওয়া হয়, তাতে মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে যে এদিন যার মৃত্যু হয়েছে তার নাম খবীর সেখ। এদিন ঘটনা ঘটেছে বহরমপুর শহরে লালদিঘী পাড় এলাকায়। সে মানসিক ভারসাম্যহীন। বয়স ৩৫ বছর। সে ওই সেন্টারে ঢুকে পড়ে। একটি ফ্যান ভাঙচুর করে। তারপরেই তাকে মারতে শুরু করে সেখানে থাকা লোকজন।