For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় বুলবুল থেকে কলকাতাকে বাঁচাতে কতটা বলিদান দিতে হল সুন্দরবনকে?

৯ নভেম্বর ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে প্রথমে ভারতে, পরে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত করে ঘূর্ণিঝড় বুলবুল। সুন্দরবনে আঘাত করার কারণে ঝড়টির গতি কমে যায় এবং লোকালয়ের ক্ষতির এদিকে

Google Oneindia Bengali News

৯ নভেম্বর ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে প্রথমে ভারতে, পরে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত করে ঘূর্ণিঝড় বুলবুল। সুন্দরবনে আঘাত করার কারণে ঝড়টির গতি কমে যায় এবং লোকালয়ের ক্ষতির পরিমাণ অনেক কম হয়। এদিকে লোকালয় বাঁচাতে গিয়ে কতটা ক্ষতি হল সুন্দরবনের?

২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতি

২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতি

বুলবুলের জেরে ২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতির পরিমাণ ধার্য করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে বিশেষজ্ঞদের মতে বুলবুলের জেরে পরিবেশের যা ক্ষতি হয়েছে তার কোনও হিসেব করা যাবে না। রাজ্যের এক সরকারি আধিকারিক জানান, রাজ্যের মোট ক্ষয়ক্ষতির ৭০ শতাংশই হয়েছে সুন্দরবনে। সাগর, ঘোড়ামারা, মৌসুনি দ্বীপ কয়েক বছর ধরেই জলের তলায় চলে যাচ্ছিল। তবে এই ভূর্ণিঝডের জেরে সেই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হতে শুরু করে দিয়েছে।

বিপজ্জনক অবস্থায় কলকাতা

বিপজ্জনক অবস্থায় কলকাতা

এদিকে সুন্দরবনের ক্ষতির কারণে পরিবেশের দিক দিয়ে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে কলকাতা। এর আগে ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবন ভয়ঙ্কর আয়লা থেকে রক্ষা করেছিল কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলকে। এবারও ঘূর্ণিঝড় বুলবুলকে প্রতিহত করে কলকাতা রক্ষা করে সুন্দরবনের সেই ম্যানগ্রোভ বন।

দুর্যোগ থেকে বাঁচাতে গাছের বিকল্প নেই

দুর্যোগ থেকে বাঁচাতে গাছের বিকল্প নেই

শুধু ঝড় নয়, বন্যা-ভূমিকম্প-দূষণ প্রতিরোধ করতেও গাছের বিকল্প আর কিছু নেই। তবে বুলবুলের জেরে সুন্দরবনের পূর্ব দিকের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত। যার হিসেব করা সম্ভব না। এবং এর জেরে আগামী দিনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কলকাতার বাঁচার সম্ভাবনা আরও একটু ক্ষীণ হল।

ম্যানগ্রোভের ভূমিকা

ম্যানগ্রোভের ভূমিকা

দাবি, কঠিন, দৃঢ় শিকড়ের ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলি সুন্দরবন দ্বীপকে ঘিরে রয়েছে। তাই শক্তিশালী বুলবুলের যতটা তাণ্ডব দেখানোর ক্ষমতা ছিল, তা পুরোটা দেখতে হয়নি কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার মানুষকে। তবে কঠিন এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ম্যানগ্রেভ জঙ্গল কি ভবিষ্যতেও পারবে আমাদের রক্ষা করতে?

শক্তি বেড়েছে ঘুর্ণিঝড়গুলির

শক্তি বেড়েছে ঘুর্ণিঝড়গুলির

বিজ্ঞানীদের মতে গত কয়েক দশকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণিঝড়গুলি তাদের শক্তি ২৬ শাতংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। এদিকে পরিবেশে বদলের জেরে নতুন আরও ঘুর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিজ্ঞানীদের সতর্কতা বাণী, যদি না আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি তবে ভবিষ্যতে আমাদের অনেক কষ্ট পোহাতে হবে।

English summary
what was the loss incurred by sunderban due to bulbul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X