For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় দ্বিতীয় দফার ভোটে প্রত্যন্ত এলাকার ধনী প্রার্থীর সংখ্যা কোন দলে বেশি, একনজরে তথ্য

দ্বিতীয় দফার ভোটে প্রত্যন্ত এলাকার ধনী প্রার্থীর সংখ্যা কোন দলে বেশি, একনজরে তথ্য

  • |
Google Oneindia Bengali News

২৭ মার্চ রণদামামা বাজিয়ে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই পর্বের ভোট মিটতেই হাইভোল্টেজ দ্বিতীয় দফার ভোট পর্ব সম্পন্ন হবে পশ্চিমবঙ্গে। ১ এপ্রিলের এই ভোট পর্ব নিয়ে মমতা বনাম শুভেন্দুর লড়াই ঘিরে তুঙ্গে উত্তেজনা। তারই মাঝে দেখা যাক, বাংলার দ্বিতীয় দফার ভোটে প্রত্যন্ত এলাকার কতজন প্রার্থী ধনী। আর সেই সেই ধনী প্রার্থীদের সংখ্যা কোন দলে বেশি?

দ্বিতীয় দফার প্রত্যন্ত এলাকার আসনে কোটিপতি প্রার্থী

দ্বিতীয় দফার প্রত্যন্ত এলাকার আসনে কোটিপতি প্রার্থী

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানার সম্পত্তির পরিমাণ ১.৮২ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের হেভিওয়েট মন্টুরাম পাখিরা, কংগ্রেসের ইন্দ্রনীল রাউতরা ভোটে নেমেছেন। দ্বিতীয় দফার ভোটে প্রত্যন্ত এলাকায় প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী হিসাবে উঠে এসেছে কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য থেকে। বিজেপিতে তাঁর পরেই সবচেয়ে ধনী প্রার্থী হিসাবে উঠে এসেছেন ভারতী ঘোষ।

এরপরই রয়েছে কাদের নাম?

এরপরই রয়েছে কাদের নাম?

বাঁকুড়ার তালডাংড়া থেকে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী এই দ্বিতীয় দফার ভোটের প্রত্যন্ত এলাকার প্রার্থী তালিকার মধ্যে সবচেয়ে বেশি ধনীদের মধ্যে দ্বিতীয়স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লাখ। এরপরই রয়েছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের প্রার্থী সোহম চক্রবর্তী। তাঁর সম্পত্তি ৫২ লাখ।

 তালিকায় মানস ভুঁইঞা থেকে তন্ময় ঘোষ

তালিকায় মানস ভুঁইঞা থেকে তন্ময় ঘোষ

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের প্রার্থী মানস ভুঁইঞাও রয়েছেন এই তালিকায়। তাঁর সম্পত্তির পরিমাণ ২৭ লাখ। তেব তাঁর থেকে বেশি সম্পত্তি রয়েছে বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী তন্ময় ঘোষের। তাঁর সম্পত্তির পরিমাণ ৩২ লাখ। মূলত রাইস মিল আর বালির ব্যবসা থেকেই তাঁর আয়।

 তালিকায় আর কারা?

তালিকায় আর কারা?

পূর্ব মেদিনীপুরে তমলুক বিধানসভা আসনের প্রার্থী সৌমেন মহাপাত্র অন্যতম হেভিওয়েট। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির হরে কৃষ্ণ বেরা ও সিপিআইয়ের গৌতম পাণ্ডা। তৃণমূলের হেভিওয়েট সৌমেন মহাপাত্রর সম্পত্তির পরিমাণ ২৫ লাখ টাকা। এর পরই রয়েছেন সংগ্রাম কুমার দলুই। তিনি ময়না কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপির হেভিওয়েট হিসাবে রয়েছেন ক্রিকেটার অশোক দিন্দা। এদিকে এরপর রয়েছেন হুমায়ুন কবীর। ২৩ লাখ টাকার সম্পত্তির পরিমাণ তিনি ঘোষণা করেছেন। জেবরা কেন্দ্রের হুমায়ুন কবীরের পর রয়েছেন ওন্দা কন্দ্রে তারাপদ চক্রবর্তী। এই বাম প্রার্থীর সম্পত্তি ১০ লাখ টাকা। তমলুকে বিজেপির হরেকৃষ্ণ বেরার সম্পত্তির পরিমাণ ৯ লাখ টাকা।

শান্তনু ঠাকুরের প্রশংসা, বাংলাদেশের ওড়াকান্দি থেকে মতুয়া আবেগ ছুঁয়ে গেলেন মোদীশান্তনু ঠাকুরের প্রশংসা, বাংলাদেশের ওড়াকান্দি থেকে মতুয়া আবেগ ছুঁয়ে গেলেন মোদী

English summary
West Bengal has 6 out of 10 highest income candidate from backword area for Phase 2 of Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X