For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিছিয়ে গেল' তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন, পিকের 'চালে' তৃণমূলের সম্ভাব্য 'চমক' নিয়ে জল্পনা

নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও দলই নির্বাচনী লড়াইয়ে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি। এদিন সকালে কালীঘাটে তৃণমূলের (trinamool congress) নির্বাচনী কমিটির বৈঠক হয়। তারপর জানা গিয়েছে, ৩ মার্চ কি

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও দলই নির্বাচনী লড়াইয়ে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি। এদিন সকালে কালীঘাটে তৃণমূলের (trinamool congress) নির্বাচনী কমিটির বৈঠক হয়। তারপর জানা গিয়েছে, ৩ মার্চ কিংবা তারপরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ (candidate list) হতে পারে।

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা, বাম-আব্বাস জোটকে নিশানায় বিস্ফোরক তসলিমাবাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা, বাম-আব্বাস জোটকে নিশানায় বিস্ফোরক তসলিমা

তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক

তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক

এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক হয়। তৃণমূলের তরফ থেকে আগেই ১২ জনের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্তি, পার্থ চট্টোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এদিনের বৈঠকে হাজির ছিলেন। তবে মিনিট কুড়ি থেকে তিনি নবান্নে চলে যান। সূত্রের খবর অনুযায়ী, সবকটি কেন্দ্রের জন্যই প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তবে প্রার্থী তালিকা প্রকাশ করতে করতে ৩ মার্চ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।

নির্বাচনী প্রচার নিয়েও আলোচনা

নির্বাচনী প্রচার নিয়েও আলোচনা

মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প সময় আলোচনায় থাকলেও, এদিনের বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রচার অভিযানের পাশাপাশি মানুষের কাছে বিষয় তুলে ধরার পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

তালিকায় থাকতে পারে ৪০ টির মতো নতুন নাম

তালিকায় থাকতে পারে ৪০ টির মতো নতুন নাম

মাসের পর মাস ধরে প্রশান্ত কিশোর এবং তার টিম আইপ্যাক স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর খোঁজ চালিয়েছেন রাজ্য জুড়ে। কেন্দ্রে পর কেন্দ্র ধরে রিপোর্ট সংগ্রহ করেছেন শাসকদলের একাধিক নেতা সম্পর্কে। জানা দিয়েছে, এবারের প্রার্থী তালিকায় ৪০ জনের বেশি নতুন মুখ থাকতে পারে। এছাড়াও ৪০ বছরের কম বয়সীদের অধিক সংখ্যায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে যুব নেতাদের গুরুত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি মহিলাদেরও গুরুত্ব দেওয়ার কথা জানা গিয়েছে। একাধিক হেভিওয়েটকে বাদ দেওয়া হতে পারে, কিংবা তাঁদের আসন বদল করার সম্ভাবনা দেখা দিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে দেবাংশু ভট্টাচার্য, সুপ্রকাশ গিগি, দেবরাজ চক্রবর্তী, উমা সরেন, ছত্রধর মাহাত, সোহম চক্রবর্তী, কাঞ্জন মল্লিক এবং সায়নী ঘোষদের।

তৃণমূলও জোট তৈরি করতে পারে

তৃণমূলও জোট তৈরি করতে পারে

এদিন বিকেল চারটেয় নবান্নে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসন নিয়ে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এদিনে বৈঠক গুরুত্বপূর্ণ কেননা, তেজস্বী যাদব হিন্দিভাষী প্রধান আসনে নিজের দলের প্রার্থী দেওয়ার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন। অন্যদিকে রাজ্যে তৃণমূলের প্রতি সমর্থনের হাত বাড়াতে চিঠি দিয়েছে এসপি নেতা অখিলেশ যাদব এবং এনসিপি নেতা শরদ পাওয়ারও। এদেরও তৃণমূলের তৈরি জোটে দেখা যেতে পারে। বামেরা যখন ক্ষমতায় ছিল, তখন এইসব দল ছিল বামেদের সঙ্গে, একটি বা দুটি আসন এদের জন্য ছেড়ে দেওয়ার চলও ছিল সেই সময়।

English summary
TMC's candidate list may publish on or after third March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X