For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর পর নতুন স্লোগান রাজীবের মুখেও! দল বদলেই নতুথ শপথ

শুভেন্দুর পর নতুন স্লোগান রাজীবের মুখেও! দল বদলেই নতুথ শপথ

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে (bjp) যোগ দিয়েই নতুন স্লোগান দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee) । বিজেপিতে যোগ দেওয়ার পরে ডুমুরজলায় প্রথম সভায় তিনি যথেষ্টই আক্রমণাত্মক ছিলেন। ভোটের মুখে হওয়া স্বাস্থ্যসাথী কার্ডকে তিনি ভাঁওতা বলেও কটাক্ষ করেন।

ধমকে চমকে ভোট নয়

ধমকে চমকে ভোট নয়

এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরে নিজের প্রথম সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ধমকে, চমকে ভোট নয়। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী। বলেছেন, কেমন ভাবে ভোট করাতে হয়, তা তাঁরা জানেন। পাশাপাশি এদিন চিনি চুপ চাপ পদ্ম ফুলে ছাপ, স্লোগানও তোলেন।

শিল্প হবে হাওড়ায়

শিল্প হবে হাওড়ায়

রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন বিজেপি ক্ষমতায় আসলে হাওড়ায় শিল্প হবে। সেখানে আইটি, অ্যালয় ইন্ডাস্ট্রি হবে। বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্যের উন্নয়ন নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, অমিত শাহ বিষয়টিতে নজর দেবেন বলে জানিয়েছেন। লক্ষ লক্ষ কোটি টাকার দেনায় ডুবে থাকা বাংলার ঋণ মকুব নিয়েও তিনি অমিত শাহের কাছে দরবার করেছেন বলে জানিয়েছেন।

বাংলায় ডাবল ইঞ্জিন সরকার

বাংলায় ডাবল ইঞ্জিন সরকার

বাম আমলে ৩৪ বছরের মধ্যে কয়েকবছর বাদ দিলে পুরোটা সময়ই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছিল তারা। একইরতম করছে তৃণমূলও। যার জেরে বাংলার উন্নয়নে বাধা পাচ্ছে। তিনি বলেন, বাংলায় বিজেপি জিতলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে উন্নয়ন নিয়ে কোনও বিরোধ থাকবে না। সেক্ষেত্রে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে। তিনি স্লোগান তোলে ঝগড়া নয় কাজ চাই। বাংলার মানুষের মুক্তি চাই।

ভোটের মুখে ভাঁওতা

ভোটের মুখে ভাঁওতা

রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন ডিসেম্বর থেকে শুরু হওয়া তৃণমূল সরকারের দুয়ারে সরকার কর্মসূচির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সাড়ে নয় বছর পর কেন দুয়ারে সরকার দরকার হয়ে পড়ল। তাহলে কি এই সময়ে দরকার কাজ করতে পারেনি। এছাড়ায় পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিকেও কটাক্ষ করেন। তিনি বলেন, পাড়ায় পাড়ায় সমস্যা রয়েছে বলেই এই কর্মসূচির প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, রাজ্যে বিজেপির সরকার হলে, তারা শুরু থেকেই দুয়ারে দুয়ারে থাকবে। ভোটের মুখে স্বাস্থ্যসাথীর কার্ডকে ভাঁওতা বলে কটাক্ষ করেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ হিসেবেই যদি রাজ্যের একলক্ষ পরিবার ৫ লক্ষ টাকা করে এই কার্ডে খরচ করেন, তাহলে সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। রাজ্যের স্বাস্থ্য বাজেটে এই মূল্যের অনেক কম টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজীব অভিযোগ করেছেন, বাংলাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। রাজ্য বাঁচাতে সমবেত জনগণের আছে আহ্বান করেছেন তিনি।

চলুন পাল্টাই

চলুন পাল্টাই

এদিনের সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন চলুন পাল্টাই বলে। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক আগেই বলেছেন, ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ১০০ শতাংশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু দিয়েছিলেন নতুন স্লোগান

বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু দিয়েছিলেন নতুন স্লোগান

বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারী নতুন স্লোগান দিয়েছিলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। যা পরে বিজেপির রাজ্য কমিটি অনুমোদন করে। কিন্তু দিন কয়েক আগে দলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্লোগানের আদলে বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। যা নিয়ে প্রতি সভাতেই আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী।

বিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহবিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহ

English summary
West bengal election 2021: Rajib Banerjee gives new slogan in Dumurjala after joining BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X