For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বহিরাগত' নয় ভূমিপুত্র প্রার্থী চাই, নিজের বিধানসভায় পোস্টারে জেরবার তৃণমূলের প্রভাবশালী মন্ত্রী

তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল। মন্ত্রীর নাম উল্লেখ না থাকলেও ভূমিপুত্র চাই বলে বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ির (dabgram phulbari) নাম উল্লে

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল। মন্ত্রীর নাম উল্লেখ না থাকলেও ভূমিপুত্র চাই বলে বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ির (dabgram phulbari) নাম উল্লেখ থাকায় এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এলাকার তৃণমূলের একাংশই যে গৌতম দেবের (goutam deb) বিরুদ্ধে এই পোস্টার মেরেছে, তা বলছেন স্থানীয় বাসিন্দারাই।

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতেই বড় ভাঙন তৃণমূলে, ভাঙন আদিবাসী সংগঠনেওজিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতেই বড় ভাঙন তৃণমূলে, ভাঙন আদিবাসী সংগঠনেও

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশে দেরি

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশে দেরি

গত কয়েকটি নির্বাচনে তৃণমূল ভোটের দিন ঘোষণা কালে প্রার্থী তালিকা প্রকাশ করলেও, এবারই কার্য পিছিয়ে পড়েছে। যদিও এখনও কোনও দল প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সূত্রের খবর অনুযায়ী, প্রার্থী তালিকাতে বড় বদলের কারণেই তা প্রকাশ করতে দেরি হচ্ছে।

মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার

মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার

এদিন সকালে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভূমিপুত্র চাই বলে পোস্টার নজরে পড়ে। যার মধ্যে রয়েছে ভালোবাসা মোড়, উত্তরকন্যা-সহ বিভিন্ন জায়গায়। পোস্টারে সরাসরি লেখা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভূমিপুত্রকে চাই। সৌজন্যে আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সৈনিক বলে নিচে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দর মহলে

প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দর মহলে

এব্যাপারে তৃণমূলের অন্দরমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেব এলাকার বাসিন্দা নন। ফলে তাঁকে উদ্দেশ্য করেই পোস্টার দেওয়া হয়েছে। তাহলে কি তৃণমূলে একটা বড় অংশ এই কেন্দ্র থেকে তাঁর প্রার্থী পদের বিরোধিতা করছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে কি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক রয়েছেন, সেই প্রশ্নও তুলেছে তৃণমূলের একটি অংশ।

বিজেপিকে নিশানা তৃণমূলের

বিজেপিকে নিশানা তৃণমূলের

যদিও এব্যাপারে দলের অন্দরমহলের কারও জড়িত থাকার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এব্যাপারে তারা বিজেপির দিকে আঙুল তুলেছে। কেননা গত দশ বছরে এলাকায় যা উন্নয়ন হয়েছে, তা গৌতম দেবের হাত ধরেই, দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

English summary
Portion of TMC's poster in Dabgram and Phulbari against Goutam Deb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X