For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টালিগঞ্জে অরূপ বনাম বাবুল, বেহালায় রত্না-পায়েল ডুয়েল! বিজেপির আজকে ঘোষিত প্রার্থী তালিকায় 'স্টার চমক' একনজরে

টালিগঞ্জে অরূপ বনাম বাবুল, বেহালায় রত্না-পায়েল ডুয়েল! বিজেপির আজকে ঘোষিত প্রার্থী তালিকায় 'স্টার চমক' একনজরে

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃতীয় দফায় ৩১ আসনের মধ্যে ২৭ টি আসন এবং চতুর্থ দফায় ৪৪ টি আসনের মধ্যে ৩৬ টি আসনের আজ প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। দিল্লি থেকে বিজেপির এই তালিকা ঘোষণা করেন দলীয় নেতা অরুণ সিং। তাঁর সঙ্গে এদিন ছিলেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। একনজরে দেখা যাক আজকে যে তালিকা বিজেপি ঘোষণা করেছে তাতে 'স্টার চমক' কারা?

বাবুল সুপ্রিয়ো

বাবুল সুপ্রিয়ো

শোনা যাচ্ছিল তিনি ভবানীপুর বা টালিগঞ্জ থেকে দাঁড়াতে পারেন। তবে আসানসোলের পর পর ২ বারের সাংসদ ২০২১ ভোটে যে দাঁড়াচ্ছেন তা কার্যত সূত্র মারফৎ নিশ্চিত বার্তা আসছিল। শেষমেশ যবনিকা পতন হল আজ। এদিন বিজেপি জানিয়ে দিয়েছে যে টালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়ো। প্রসঙ্গত, টালিগঞ্জে তাঁর বিরুদ্ধে অরূপ বিশ্বাস তৃণমূলের প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো বনাম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের এই 'কাঁটে কা টক্কর' কতটা জমে সদিকে নজর বাংলার।

যশের বিরুদ্ধে তৃণমূলপ্রার্থী কে?

যশের বিরুদ্ধে তৃণমূলপ্রার্থী কে?

এদিন বিজেপি সাফ জানিয়ে দিয়েছে যে অভিনেতা যশ দাশগুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন লড়বেন। এদিকে, যশ আগেই জানিয়েছিলেন যে তিনি প্রার্থীপদে আত্মবিশ্বাসী। সেই জায়গা থেকে যশ পেলেন চণ্ডীতলা আসনটি। তাঁর বিরুদ্ধে সেখানে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী স্বাতী খন্দকার। প্রসঙ্গত এই এলাকা দীর্ঘদিন খন্জকার পরিবারের খাস তালুক বলে পরিচিত।

 চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়

চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়

এদিকে, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ২০২১ বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। কয়েকদিন আগেই সেখানে ডানলপের মাঠে মোদী সভা করে গিয়েছেন। সভা ঘিরে লকেট , স্বয়ং মোদীর থেকে প্রশংসাবাক্য উপহার পান। চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের অসিত মজুমদার।

 রত্না-পায়েল ডুয়েল!

রত্না-পায়েল ডুয়েল!

বেহালা পূর্ব কেন্দ্রে এদিন অভিনেত্রী পায়েল সরকারের নাম ঘোষিত হয়েছে। বিজেপি সাফ জানিয়েছে, এই কেন্দ্রে তাঁদের প্রার্থী এই তামাম জনপ্রিয় অভিনেত্রী। প্রসঙ্গত, তৃণমূলত্যাগী তথা বিজেপিতে সদ্য আসা শোভন চট্টোপাধ্যায়ের খাস তালুর ই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। মনে করা হচ্ছিল , এই কেন্দ্রে বিজেপির তরফে শোভন চট্টোপাধ্যায় দাঁড়াতে পারেন। সেই জায়গা থেকে এখানে কার্যত ডুয়েলের একদিকে পায়েল , অন্যদিকে রত্না।

 তনুশ্রী চক্রবর্তী কোথায় প্রার্থী?

তনুশ্রী চক্রবর্তী কোথায় প্রার্থী?

কয়েকদিন হয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তিনি হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল।

অঞ্জনা বসু বনাম লাভলি

অঞ্জনা বসু বনাম লাভলি

টলিগঞ্জ থেকে বিজেপির আরও এক নামী মুখ অঞ্জনা বসু। তিনি এবার সোনরাপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে অঞ্জনার বিরুদ্ধে তৃণমূলের তরফে রয়েছেন আরও এক টলি তারকা। তিনি লাভলি মৈত্র। ফলে এই কেন্দ্রে যে স্টার সংঘাত দেখা যাবে ভোটে,তা বলাই বাহুল্য।

বিজেপির প্রার্থী তালিকায় চমক! স্থান পেয়েছেন মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ, অভিনেতা, চিকিৎসক-সহ অনেকেই

English summary
West Bengal Assembly Election 2021, Film stars Yash Dasgupta to Babul Supriya's contesting seat announced by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X