For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী তালিকায় চমক! স্থান পেয়েছেন মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ, অভিনেতা, চিকিৎসক-সহ অনেকেই

বিজেপির (bjp) দ্বিতীয় প্রার্থী তালিকায় (candidate list) চমক। এই তালিকায় স্থান পেয়েছেন ৬৩ জন। সেই তালিকায় স্থান থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে, চিকিৎসক, অভিনেতা-সহ অনেককেই। তালিকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ারাও স্থা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (bjp) দ্বিতীয় প্রার্থী তালিকায় (candidate list) চমক। এই তালিকায় স্থান পেয়েছেন ৬৩ জন। সেই তালিকায় স্থান থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে, চিকিৎসক, অভিনেতা-সহ অনেককেই। তালিকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ারাও স্থান পেয়েছেন।

বড় চমক মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ

বড় চমক মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ

এবার বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। আলিপুরদুয়ার থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। পনেরোতম অর্থ কমিশনের সদস্য তিনি. এছাড়াও তিনি ভারত সরকারের ১২ তম অর্থনৈতিক উপদেষ্টা পদেও কাজ করেছেন। দিল্লি স্কুল ওফ ইকনোমিক্সের ছাত্র। ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যানও। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এগজিকিউটিভ ডায়রেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়াও বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে তিনি শুধু মোদী সরকারের সময়েই নয়, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং সরকারের সঙ্গেও কাজ করেছেন।

তালিকায় সাংবাদিক

তালিকায় সাংবাদিক

প্রার্থী করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে। তিনি প্রার্থী তারকেশ্বর থেকে। হাওড়া দক্ষিণ থেকে রন্তিদেব সেনগুপ্ত।

তালিকায় চিকিৎসক

তালিকায় চিকিৎসক

প্রার্থী তালিকায় বিশিষ্টদের মধ্যে রাখা হয়েছে ক্যানসার বিশেষজ্ঞ ইন্দ্রনীল খানকে। তাঁকে কসবা থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন চিকিৎসক তরুণ আদকও। পাণ্ডুয়া থেকে অধ্যাপক পার্থ শর্মাকে প্রার্থী করা হয়েছে।

তালিকায় অভিনেতা, অভিনেত্রীরা

তালিকায় অভিনেতা, অভিনেত্রীরা

বিজেপির প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে। তাঁদের মধ্যে রয়েছেন শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে অঞ্জনা বসু, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার, চণ্ডীতলা যেতে যশ দাশগুপ্তকে।

তালিকায় তৃণমূল, সিপিএমত্যাগীরা

তালিকায় তৃণমূল, সিপিএমত্যাগীরা

এদিন প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা তৃণমূল থেকে আসাদের মধ্যে প্রথমেই নাম উল্লেখ করতে হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ডোমজুড় থেকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়া ডায়মন্ডহারবার থেকে দীপক হালদার, উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষাল, সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, গোঘাট থেকে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ডব্লকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে, যাদবপুর থেকে প্রার্থী সিপিএম ত্যাগী রিঙ্কু নস্করকে।

তালিকায় সাংসদরাও

তালিকায় সাংসদরাও

একাধিক সাংসদকে বিজেপির প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তাঁকে প্রার্থী করা হয়েছে কোচবিহারের দিনহাটা থেকে।, টালিগঞ্জ থেকে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়কে।

দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তাদলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা

English summary
BJP releases their second candidate list with economist, artist, doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X