For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পর্যটন মানচিত্রে 'জলশ্রী' চালু মমতার, ২১-এর ভোটের আগে নয়া চমক

বাংলার পর্যটন মানচিত্রে 'জলশ্রী' চালু মমতার, ২১-এর ভোটের আগে নয়া চমক

  • |
Google Oneindia Bengali News

রয়েছে ভোটের দিন ঘোষণার জন্য তাড়া। একইসঙ্গে অনেক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে খেলাশ্রী প্রকল্পে অনুদান তুলে দেওয়া ছাড়াও জলশ্রীর (jalashree) উদ্বোধন করেন তিনি।

খেলাশ্রীর অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী

খেলাশ্রীর অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী

ক্রীড়ামন্ত্রী অরূপ রায়কে সঙ্গে নিয়ে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে তিনি খেলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান তুলে দেন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, যেসব প্রাক্তন খেলোয়াড়দের বয়স ৬০ বছরের বেশি, তাঁদেরকে মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। প্রাক্তন খেলোয়াড়দের সম্মান দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। এইবছরে রাজ্যের ২৬ হাজার ক্লাবকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 ভার্চুয়াল মোডে জলশ্রীর উদ্বোধন

ভার্চুয়াল মোডে জলশ্রীর উদ্বোধন

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মোডে জলশ্রীর উদ্বোধন করেন। চন্দননগরের স্ট্র্যান্ডে রাজ্য পর্যটন দফতরের অধীনে অকটি হাউজ বোট তৈরি করা হয়েছে, তার নাম জলশ্রী। গঙ্গায় ভাসমান অবস্থায় এটি একটি এসি রেস্তোরাঁ। কলকাতায় মিলেনিয়াম পার্কের কাছে যেমন ফ্লোটেল রয়েছে, ঠিক তেমনই চন্দননগরের স্ট্র্যান্ডে রাখা হয়েছে জলশ্রীকে। তবে এটি ফ্লোটেলের থেকে ছোট। চন্দননগরের স্ট্র্যান্ড সারাবছরই জমজমাট থাকে। সেখানে রয়েছে বসার জায়গা, জগিং ট্র্যাক। শুছু চন্দননগরই নয়, আশপাশের এলাকার বহু মানুষ বিকেলে এখানে ভিড় করেন। তাই সরকারের আশা প্রকল্পটি লাভজনক হবে। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চন্দননগরের আলো হাবেরও উদ্বোধন করেছেন। সেখানে আলোক শিল্পীদের জন্য রয়েছে কমন ফেসিলিটি সেন্টার।

 আগে ব্যর্থ হয়েছিল এই ধরনের প্রকল্প

আগে ব্যর্থ হয়েছিল এই ধরনের প্রকল্প

ফ্লোটেলকে দেখে উদ্বুদ্ধ হয়ে উত্তর ২৪ পরগনার টাকিতেও ভাসমান রেস্টোরাঁ শুরুর চেষ্টা করেছিল স্থানীয় প্রশাসন। কেনা হয়েছিল একটি পুরনো ভেসেল। কিন্তু কোনও এক অজানা কারণে কাজ শুরু হয়নি। ফলে সেটি এখন পাড়েই কাত হয়ে পড়ে রয়েছে।

 সরকারের জলশ্রী প্রকল্প রয়েছে কৃষকদের জন্য

সরকারের জলশ্রী প্রকল্প রয়েছে কৃষকদের জন্য

জলশ্রী নামটা অবশ্য নতুন কিছু নয়। খরার সময় কৃষকদের সহায়তা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জলশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। জল সংরক্ষণ এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতেই নিয়েছিলেন উদ্যোগ। যা নিয়ে তৃণমূলেরক তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হয়েছিল। বলা হয়েছিল বাংলার সরকার সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করছে।

 দেব কি যোগ দিতে পারেন বিজেপিতে! বাম নেতা মহম্মদ সেলিমের মন্তব্যের পর জল্পনার ঝড় দেব কি যোগ দিতে পারেন বিজেপিতে! বাম নেতা মহম্মদ সেলিমের মন্তব্যের পর জল্পনার ঝড়

English summary
West bengal election 2021: CM Mamata Banerjee has started Jalashree project from Netaji Indore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X