For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নামে গালিগালাজ, তৃণমূলের মিছিলে হামলা! গুরুতর অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেই সভা সফল করার প্রস্তুতি হিসেবে বাইক মিছিল করে তৃণমূল। সেই মিছিলেই হামলা চালানোর অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করার অভিযোগও উঠেছে।

বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ

বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ

ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামনগর পঞ্চায়েতের বালাঞ্চি এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের বালাঞ্চি বিওপির সামনে তাঁদের গাড়ি আটকে দেয় সীমান্তরক্ষী বাহিনী।

কী অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস?

কী অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস?

তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ রামনগর বালাঞ্চি এলাকার বর্ডার রোড দিয়ে তৃণমূল কর্মীরা ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি বাইক মিছিল করছিলেন। সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের বালাঞ্চি বিওপির সামনে তাঁদের গাড়ি আটকে দেয় সীমান্তরক্ষী বাহিনী।

জানালে জওয়ানরা তৃণমূল কর্মীদের মারধর করেন!

জানালে জওয়ানরা তৃণমূল কর্মীদের মারধর করেন!

তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে জওয়ানরা তাঁদের মারধর করেন৷ বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। এমনকী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত তৃণমূল কর্মীদের চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের

গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছুটি দিয়ে দেন। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা রাস্তায় আগে মিছিল করেছে। বিএসএফ তাদের কিছু বলেনি। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক তরজা তুঙ্গে।

তৃণমূল কর্মীরা আইন ভেঙেছিল?

তৃণমূল কর্মীরা আইন ভেঙেছিল?

রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকা বিএসএফ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করেছে। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল আইন ভেঙে সীমান্ত সড়ক দিয়ে বাইক মিছিল করেছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। বিষয়টা বিএসএফের ব্যাপার।

English summary
West Bengal Election 2021: BSF accused of bad mouthing against Mamata Banerjee while TMC rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X