For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের সঙ্গে কেন 'বোঝাপড়ায়' রয়েছেন কিছু বিজেপি নেতা!উত্তর জানিয়ে পদ্মশিবিরের বৈঠকে অভিযোগের বন্যা

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে একের পর তৃণমূল নেতা বিজেপির দিকে হাত বাড়িয়ে দেন। সেই সময়ও তৃণমূলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সামনে এসেছে বারবার। এবার বিধানসভা ভোটের আগেও এই একই ইস্যু বিজেপির অন্দরে কোন্দল প্রকট হতে শুরু করেছে। বিজেপির বিতর একটা বড় গোষ্ঠী বিভাজন প্রকট হতেই বিভ্রান্তি, ক্ষোভ , ক্ষমতার লড়াই দানা বাঁধছে। অন্তত সূত্রের এমনটাই দাবি।

তৃণমূলকে হারানোর স্বপ্ন ও বিজেপি

তৃণমূলকে হারানোর স্বপ্ন ও বিজেপি

উল্লেখ্য, সাতদিন ব্যাপী দিল্লিতে বিজেপির বৈঠক ঘিরে রাজনীতির তুমুল পারদ চড়তে থাকে বলে খবর। প্রথমে মুকুল রায়ের দলের সঙ্গে দূরত্ব বাড়ানো প্রসঙ্গে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসে। এরপর মুকুল প্রসঙ্গ শেষ হতেই বিজেপির ক্ষতকে আরও জোরালো করে দেন ব্যাকারপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি যে অঙ্ক কষে দিলীপ শিবির বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানোর স্বপ্ন দেখছে , তা কার্যত অবাস্তব,এই অঙ্কে মুকুল-টাচ আবশ্যিক। অন্তত সূত্রের এমটাই খবর।

কেন্দ্রীয় কমিটির কাছে ভুল খবর!

কেন্দ্রীয় কমিটির কাছে ভুল খবর!

এদিকে, জানা গিয়েছে, দিল্লির রুদ্ধদ্বার ওই বৈঠকে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্য়ায়ের দিকে তোপ দেগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ একের পর এক বক্তব্য রাখেন। সাংসদের দাবি জেলাস্তর থেকে যে খবর হাইকমান্ডের কাছে পাঠানো হয় বঙ্গবিজেপিতে, তা অর্ধসত্য। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সম্পূর্ণ তথ্য পাঠানো হচ্ছে না বলে দাবি তোলে বঙ্গ রাজনীতির দুঁদে নেতা।

বুথে পোলিং এজেন্ট নেই.. ক্ষোভ উগড়ে কী বলা হল

বুথে পোলিং এজেন্ট নেই.. ক্ষোভ উগড়ে কী বলা হল

সূত্রের দাবি, বৈঠকে কেন্দ্রীয় নেনৃত্বকে জানানো হয়েছে, কার্যত বিজেপি হাইকমান্ডের চোখে ধুলো দিচ্ছে বহু বঙ্গ বিজেপি নেতা। জানা গিয়েছে ব্যারাকপুর শিবিরে এক নেতার দাবি, খাতায় কলমে বঙ্গ বিজেপি দেখাচ্ছে সদস্য সংখ্যা দলে বেড়েছে। কিন্তু ভোটের সময় পোলিং এজেন্ট দেওয়ার পর্যন্ত লোক নেই বিজেপিতে।

 শাসক দলের সঙ্গে বোঝাপড়া বিজেপি নেতাদের!

শাসক দলের সঙ্গে বোঝাপড়া বিজেপি নেতাদের!

দিকে এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই রুদ্ধশ্বাস বৈঠকে বিজেপির আরও একটি শিবির দাবি করে ,যে ব্যক্তিগত মামলায় জড়িয়ে পড়া বহু বিজেপি নেতাই তৃণমূলের সঙ্গে 'বোঝাপড়া' য় রয়েছেন।

ক্ষোভ জমে পদ্ম শিবিরে 'পাঁক'

ক্ষোভ জমে পদ্ম শিবিরে 'পাঁক'

উল্লেখ্য, সূত্রের দাবি, রাজ্য বিজেপির একটি মহলে ক্রমাগত ক্ষোভের আগুন জ্বলছিল ছাইচাপা ভাবে। আর দিল্লির বৈঠক সামনে আসতেই তা প্রকাশ্যে চলে আসে। এদিকে, এমন পরিস্থিতিতে মুকুল পন্থী নেতারা বিজেপির হাইকমান্ডের সামনে একাধিক বার্তা তুলে ধরতেই আগামী সোমবার দিল্লিতে মুকুল রায়কে ডেকে পাঠানো হয়েছে।

English summary
West bengal BJP conflict Barrackpore MP accuses against 3 Leaders of the party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X