For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম আসন নিয়ে প্রার্থী তালিকায় রহস্য-চমক জিইয়ে রাখল বামেদের জোট, বড় বার্তা বিমান বসুর

নন্দীগ্রাম আসন নিয়ে প্রার্থী তালিকায় রহস্য-চমক' জিইয়ে রাখল বামেদের জোট, বড় বার্তা বিমান বসুর

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এদিন বামেরা সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী তালিকা ঘোষণা করেন। বামেদের তালিকাতেও এদিন বেশ কিছু হেভিওয়েট নেতা রয়েছেন।

 সুশান্ত ঘোষ শালবনিতে

সুশান্ত ঘোষ শালবনিতে

এদিন সিপিঅমের হেভিয়েটজের তালিকায় নাম আসে সুশান্ত ঘোষের। বামেদের এই তাবড় নেতা এবার শালবনি থেকে প্রার্থী। এছাড়াও দেবলীনা হেমব্রমের মতো নেত্রী রয়েছেন বাঁকুড়ার রানীবাঁধ থেকে।

 নন্দীগ্রাম হেভিওয়েটের লড়াই

নন্দীগ্রাম হেভিওয়েটের লড়াই

বিমান বসু এদিন সাফ জানান ' নন্দীগ্রাম এখন হেভিওয়েট' লড়াই। তাই সংযুক্ত মোর্চার তরফে এখনও সেখানে প্রার্থীপদ ফাঁকা রাখা হচ্ছে আপাতত। এমনই বার্তা দিয়েছেন বিমান বসু।

নন্দীগ্রাম থেকে 'মুখ্যমন্ত্রীর' লড়াই

নন্দীগ্রাম থেকে 'মুখ্যমন্ত্রীর' লড়াই

মূলত, নন্দীগ্রাম আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন ২ ঘণ্টা আগেই। তারপর দেখা গেল প্রথম দিকের দফার প্রার্থী ঘোষণায় বামেরা নন্দীগ্রাম আসন ছেড়ে বাকি আসন ঘোষণা করছে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে বিজেপির তরফে এই আসনে লড়তে পারেন শুভেন্দু অধিকারী। আর তা হলেই কার্যত বাংলার মসনদ দখলে নন্দীগ্রামের গুরুত্ব বাড়বে।

 নন্দীগ্রামে আব্বাসদের লড়ার কথা শোনা গিয়েছিল!

নন্দীগ্রামে আব্বাসদের লড়ার কথা শোনা গিয়েছিল!

এর আগে শোনা গিয়েছিল , নন্দীগ্রাম আসন থেকে সংযুক্ত মোর্চার তরফে আসনটি আব্বাস সিদ্দিকির আইএসএফকে ছেড়ে দিতে পারে বামেরা। সেই মতো নন্দীগ্রামে কিছু পরিকল্পনা নৌসাদ-আব্বাসরা নিচ্ছিলেন বলে সূত্র মারফৎ খবর পাওয়া যায়। এরপরই এদিন বামেদের তরফে জানানো হল, ওই আসনে আপাতত প্রার্থী ঘোষণা করা হচ্ছে না।

দিদির তালিকায় হল ঠাই! ফেসবুকে বিস্ফোরক পোস্ট বিদায়ী তৃণমূল বিধায়কের দিদির তালিকায় হল ঠাই! ফেসবুকে বিস্ফোরক পোস্ট বিদায়ী তৃণমূল বিধায়কের

English summary
West Bengal Assembly Election 2021,Lefts declare candidates for Sanyukta morcha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X