For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওবিসি তালিকায় জুড়বে 'মাহিষ্য', 'তেলি'-রাও, বাঁকুড়ায় প্রচারে সংরক্ষণ নিয়ে বড় ভোট প্রতিশ্রুতি নাড্ডার

ওবিসি তালিকায় জুড়বে 'মাহিষ্য', 'তেলি'-রাও, বাঁকুড়ায় প্রচারে সংরক্ষণ নিয়ে বড় ভোট প্রতিশ্রুতি নাড্ডার

Google Oneindia Bengali News

বিজেপির তুরুপের তাস সেই হিন্দুত্ব। বাঁকুড়ায় ভোট প্রচারে এসে ওবিসি সংরক্ষণে মাহিষ্য ও তেলিদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওবিসি তালিকার বাইরে রয়ে গিয়েছিলেন মাহিষ্য ও তেলিরা।বিজেপি বাংলায় সরকার গড়তে এবার তাঁদের অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেিপ নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই বর্নকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের উপর বঞ্চনা করেছে বলে আক্রমণ শানিয়েছেন নাড্ডা।

 ওবিসি সংরক্ষণ প্রতিশ্রুতি

ওবিসি সংরক্ষণ প্রতিশ্রুতি

ওবিসি সংরক্ষণকে হাতিয়ার করে এবার প্রচারের ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি। বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সংরক্ষণের তাস খেলেছেন।তিনি ঘোষণা করেছেন বাংলায় বিজেপি সরকার এলে। ওবিসি তালিকা ভুক্ত হবেন মাহিষ্য ও তেলিরা। মমতা সরকার চক্রান্ত করে তাঁদের ওবিসি তালিকা ভুক্ত করেনি। কিন্তু বিজেপি তাঁদের উপর আর এই অন্যায় হতে দেবে না।

তোষণের রাজনীতি করছেন মমতা

তোষণের রাজনীতি করছেন মমতা

জেপি নাড্ডা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বাংলায় তোষণের রাজনীতি করছে। সেকারণেই ওবিসি তালিকাতেও মুসলিমদের সংরক্ষণের অংশ বেিশ। হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের সংরক্ষণে বেশি তৎপর মমতা। ২০১১ সালে বাংলায় মমতা সরকার ক্ষমতায় আসার পর ওবিসি এ ক্যাটাগোরিতে ৭৩টি মুসলিম সম্প্রদায়কে জায়গা করে দেওয়া হয়েছে। অন্যদিকে ওবিসি-র বি ক্যাটাগোরিতেও ৯৬টি জাতির মধ্যে ৪৪টি মুসলিম বর্ণের। মুসলিমদের ভোট পেতে মমতা সরকার এই তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জেপি নাড্ডা।

হিন্দুদের বঞ্চনার অভিযোগ

হিন্দুদের বঞ্চনার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের বঞ্চিত করছেন। এমনই অভিযোগ করেছেন জেপি নাড্ডা। মণ্ডল কমিশন ১১৭টি জাতিকে ওবিসি তালিকা ভুক্ত করার কথা বলেছিল। কিন্তু মমতা সরকার সেই তালিকায় মুসলিম পিছিয়ে পড়া জাতিকে অগ্রািধকার দিয়েছে। তাতে ঠাঁই হয়নি হিন্দু পিছিয়ে পড়া শ্রেণির মানুষের। এই বঞ্চিতদের মধ্যে রয়েছে মাহিষ্য এবং তেলিরা। দীর্ঘদিন ধরেই তাঁরা নিজেদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে। বাংলায় বিজেপি সরকার এসে তাঁদের সেই দাবি পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জেপি নাড্ডা।

হিন্দুত্বের তাস

হিন্দুত্বের তাস

বিজেপির রাজ্যের প্রতিটি প্রচারে হিন্দুত্বের তাস খেলে চলেছে। তার মধ্যে নাড্ডার এই ভোট প্রতিশ্রুতি অন্যতম। লোকসভা ভোটের আগে যেমন বিজেপি উচ্চবর্ণের সংরক্ষণের কথা বলে মোক্ষম চাল চেলেছিল। ঠিক সেই চালেই বঙ্গের ভোট ময়দান মাত করতে চাইছেন নাড্ডারা। কিন্তু সেটা কতটা সফল হবে সেটা এখন দেখার।

English summary
West Bengal Assembly Election 2021: JP Nadda vote promiss to Bengal over OBC cast politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X