For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের বাড়ির সামেন বোমাবাজি, চাঞ্চল্য

শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের বাড়ির সামেন বোমাবাজি, চাঞ্চল্য

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

সিপিআইএম থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের বাড়ি ঘিরে বোমা বাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ায়।

শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের বাড়ির সামেন বোমাবাজি, চাঞ্চল্য

জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেদিনীপুরের জনসভায় অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর তার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুরের বহু রাজনৈতিক নেতানেত্রী, কর্মীই গেরুয়া শিবিরে পা রাখেন। ভাঙন দেখা যায় বাম শিবিরেও।

শুভেন্দুকে 'অভিভাবক' বলে চিহ্নিত করে তাঁর সঙ্গে বাম শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএমে থেকে তিনি কাজ করতে পারছিলেন না বলে অভিযোগও শোনা গিয়েছিল তাপসীদেবীর গলায়। তাঁর স্বামীও যোগ দিয়েছেন বিজেপিতে।

এর ঠিক একমাসের মধ্যে আক্রান্ত আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন ওই বিধায়ক। সিপিএম থেকে বিজেপিতে যোগদানের পর রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন হলদিয়ার বিধায়ক। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় বোমাবাজির পর শুক্রবার সকালে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা।

ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিধায়ক তাপসী মণ্ডল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল। তাপসী মণ্ডলের বক্তব্য, 'আমার বাড়ির সামনেই তো তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এলাকায় বোমাবাজি করছে। সকলে ভয়ে ভয়ে আছি।' এছাড়াও রাতের অন্ধকারে তাঁর বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।

তবে পাল্টা তৃণমূলের দাবি, 'উনি আগে সিপিএম করতেন, এখন বিজেপিতে যোগ দিয়েছেন। এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কখনও এ ধরনের অশান্তি করে না। নিজেদের দায় এড়াতে আর তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়ানো হচ্ছে।' ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুভেন্দুর জেলার পর হাওড়াতেও 'ভোকাট্টা’ তৃণমূল! মমতার ঘর ভেঙে বিজেপির পথে যাঁরাশুভেন্দুর জেলার পর হাওড়াতেও 'ভোকাট্টা’ তৃণমূল! মমতার ঘর ভেঙে বিজেপির পথে যাঁরা

English summary
West bengal assembly election 2021, Criminal activity in front of house og MLA Close to Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X