ভোটের আগে প্রার্থী নিয়ে এবার অসন্তোষ বিজেপির অন্দরেও ! মেদিনীপুরে বিক্ষোভ, প্রতিবাদে সরব দলের একাংশ
মোদীর ব্রিগেডের সভার পর দেখা গিয়েছে তৃণমূলে বড়সড় ভাঙন হয়েছে। ৭ মার্চে মোদীর সভার পরই ৮ মার্চ তৃণমূল ছেড়ে সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অনেকেই বিজেপিতে যোগ দেন। মূলত এই সমস্ত হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীরা প্রার্থীতালিকায় না থাকায় অসন্তোষ প্রকাশ করেই দল ছেড়েছেন, বলে জানা যাচ্ছে। এদিকে, বিজেপির অন্দরেও প্রার্থীপদ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

বিজেপির অন্দরে প্রার্থী পদ নিয়ে অসন্তোষ!
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে
প্রশান্ত বেরাকে দাঁড় করিয়েছে বিজেপি। জানা যাচ্ছে, এরপর থেকেই বিজেপির একাংশের অন্দরে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকালই এই ঘটনার জেরে প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামেন বিজেপির দলীয় কর্মীদের একাংশ।

কোন অভিযোগ রয়েছে প্রশান্তের বিরুদ্ধে
বিজেপি কর্মীদের একাংশের দাবি, প্রশান্তের বিরুদ্ধে দলেরই একাধিকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে। এমনই তথ্য দিয়েছে 'জি ২৪ ঘণ্টা'। বিজেপি কর্মীরা সোমবার রাস্তায় প্রতিবাদে সামিল হয়ে দাসপুরে প্রার্থী বদলের দাবিতে সরব হন। প্রশান্তের বিরুদ্ধে তাঁরা আর্থিক তছরুপের দাবি তোলেন।

বিক্ষোভ দলের বিরুদ্ধে নয়
'জি ২৪ ঘণ্টার' খবর অনুযায়ী, সোমবার বিকেলে প্রশান্তের প্রার্থীপদের বিরুদ্ধে আওয়াজ তুলে রাজ্য সড়ক অবরোধ করেন দাসপুরের কিছু বিজেপি সমর্থক। প্রতিবেদন বলছে, দাসপুরের ওই বিজেপি কর্মীদের দাবি, তাঁরা দলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না। তাঁরা কেবলই অন্য প্রার্থীর দাবি করছেন।

প্রার্থী পদ নিয়ে বাংলা জুড়ে হইচই
এদিকে, বিজেপি তাদের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে, তৃণমূল ২৯১ আসনে প্রার্থীদের নাম জানিয়েছে। এরপর তৃণমূলে চরম ভাঙন দেখা যায়। নন্দীগ্রামে মমতার এককালের আস্থাভাজন শুভেন্দু বহু আগেই বিজেপিতে আসেন। এদিকে, সিঙ্গুর আন্দোলনে মমতার অন্যতম শক্তি হয়ে ওঠা রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বিজেপিতে গতকাল যোগ দিয়েছেন। প্রার্থীতালিকায় নাম না থাকার জন্য সোনালী গুহ বিজেপিতে এসেছেন। এমন এক পরিস্থিতিতে বাংলায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে প্রার্থী তালিকা নিয়ে।