For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে 'হাডুডু খেলা হবে, খেলা শেষে হাসপাতালে' অনুব্রতর মন্তব্য ঝড় তুলতেই পাল্টা জোরদার জবাব দিলীপের

  • |
Google Oneindia Bengali News

তাঁর 'গুড় বাতাসা' থেকে 'নকুলদানা'র নিদান ইতিমধ্যেই বাংলার একের পর এক ভোটের ময়দানে ট্রেন্ড করেছে। এবার ২০২১ ভোটের আগে অনুব্রত মণ্ডল ঝড় তুললেন 'হাডুডু' খেলার বার্তা দিয়ে। আর রাঢ় বাংলার তৃণমূল নেতাকে এবার এই 'খেলা'র পাল্টা জবাব দিয়ে রাখলেন বঙ্গবিজেপির প্রধান দিলীপ ঘোষ।

'খেলা শেষে হাসপাতালে'

'খেলা শেষে হাসপাতালে'

ফের একবার ভোটের ময়দানে ঝড় তুললেন অনুব্রত মণ্ডল। প্রতিবারের মতো তাঁর দ্বত্যার্থক ভঙ্গিতে বার্তা এবারও হিট! বীরভূমের এক জনসভায় তিনি বিজেপিকে একরাশ বাণে বিঁধেছেন। এরপর তিনি সাংবাদিকদেক মুখোমুখি হতেই ভোটে 'হাডুডু' খেলার বার্তা দেন। সাফ ভাষায় অনুব্রত মণ্ডল বলেছেন, 'হাডুডু খেলা হবে। খেলা শেষে হাসপাতালে যাবে। খেলায় লাগলে তো হাসপাতালেই যায়।'

'ভয়ঙ্কর খেলা হবে'

'ভয়ঙ্কর খেলা হবে'

'খেলা মানেই তো আহত হওয়া। ফুটবল খেলতে গেলে পা ভেঙে যায় না?' সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল প্রধানের বার্তা 'খেলা হবে। আর ভয়ঙ্কর খেলা হবে।' তিনি বলেন, 'ডাংগুলি খেলা হবে।' বার্তা দেন 'থুতনিটা উড়ে যাবে'রও। আর অনুব্রতর এই বক্তব্যের পরই রাজ্যরাজনীতিতে ঝড় উঠেছে।

 অনুব্রতর খেলার জবাব দিলীপের

অনুব্রতর খেলার জবাব দিলীপের

এদিকে অনুব্রত মণ্ডলের 'খেলা' নিয়ে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি প্রধানের দাবি, খেলা হবে। বিজেপি খেলবে আর সবাই দেখবে। ফলে একুশের ভোটের আগে যে রাজ্য রাজনীতির ময়দানগরম করে তোপ পাল্টা তোপের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ফের ফোকাসে আসতে শুরু করেছেন, তা বলাই বাহুল্য।

অনুব্রত মণ্ডলের তোপ মোদীকে

অনুব্রত মণ্ডলের তোপ মোদীকে

এদিনের সভায় মোদীর চেহারা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি, গুজরাত বনাম বাংলার দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে রাঢ়বাংলার নেতার দাবি 'সোনার গুজরাত গড়ার দম নেই, সোনার বাংলা গড়ার' কথা বলছে বিজেপি! এদিকে, অনুব্রত মণ্ডলের খেলা হবে , বার্তার পর ডিজের তালে নেচে উঠতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের।

English summary
West Bengal Assembly Election 2021, Anubrata Mondal talks about game , Dilip Replies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X