For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার মাটির যোগ প্রমাণে মরিয়া প্রচেষ্টা, টোটোয় সওয়ার অমিত শাহ, সেলফি তুললেন খোশমেজাজে

বাংলার মাটির যোগ প্রমাণে মরিয়া প্রচেষ্টা, টোটোয় সওয়ার অমিত শাহ, সেলফি তুললেন খোশমেজাজে

Google Oneindia Bengali News

উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্ন ভোজেও রয়েছে বিজেপির চাণক্যের রাজনৈতিক রণকৌশল। বাংলার মাটির সঙ্গে নিজেদের একাত্ম প্রমাণে মরিয়া বিজেপির চাণক্য। পরিবর্তনের রথ যাত্রার সূচনায় এসে নামখানায় তাই উদ্বাস্তু পরিবারের মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। সুব্রত বিশ্বাস নামে সেই পরিযায়ী শ্রমিক বা উদ্বাস্তু পরিবারের বাড়িতে পৌঁছতে বড় রাস্তা থেকেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। গাড়ি থেকে নেমে টোটোয় চড়ে তিনি পৌঁছন সুব্রত দাসের বাড়িতে।

টোটোয় চড়ে মধ্যাহ্ন ভোজনে

টোটোয় চড়ে মধ্যাহ্ন ভোজনে

নামখানায় উদ্বাস্ত পরিবারের মধ্যাহ্ন ভোজন সারলেন অমিত শাহ। সুব্রত দাস কয়েকদিনই মাত্র হয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেই তাঁর বাড়িতে অমিত শাহের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। মূলক দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের শক্ত ঘাঁটিতে পা রাখতেই উদ্বাস্তু তাস খেলেছেন অমিত শাহ। বাংলার মাটির সঙ্গে যোগাযোগ বোঝাতে গাড়ি থেকে নেমে টোটোয় চড়ে পৌঁছলেন সুব্রত দাসের বাড়িতে।

কেন্দ্রীয় প্রকল্পের গ্যাসে রান্না

কেন্দ্রীয় প্রকল্পের গ্যাসে রান্না

অমিত শাহের মধ্যাহ্ন ভোজনের রান্না হয়েছে কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে। সুব্রত দাসের বা়িও তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাতে। অমিত শাহের মেনুতে ছিল ফুলকপি, পনিরের তরকারি,ডাল-ভাত,ঘি, রসগোল্লা, সন্দেষ। অমিত শাহের সঙ্গে মাটিতে বসে মধ্যাহ্ন ভোজন সারেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়,দিলীপ ঘোষরা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দিন ধরেই বিজেপি নেতারা অভিযোগ করেছেন কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদলে দিচ্ছে মমতা সরকার।

সেলফি তুললেন খোস মেজাজে

সেলফি তুললেন খোস মেজাজে

অমিত শাহকে অভ্যর্থনা জানাতে মহিলা অনুরাগীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মধ্যাহ্ন ভোজন সেরে সুব্রত দাসের বাড়িতে এক তরুণীর অনুরোধে খোসমেজাজে সেলফি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি থেকে বেরিয়ে বাইরে মহিলা সমর্থকদের দেখে হাত নাড়েন তিনি। অনুরোধের সেলফি তুলতেও আপত্তি জানাননি। বেশ কিছুক্ষণ জনসংযোগের পর ফের টোটোয় চড়ে গাড়ির কাছে পৌঁছে যান অমিত শাহ। সেখান থেকে তিনি রওনা দেন নামখানার শ্মশান কালীর মন্দিরে।

টার্গেট দক্ষিণ ২৪ পরগনা

টার্গেট দক্ষিণ ২৪ পরগনা

তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। এখানে গত দুই বিধানসভা ভোটে বিপুল ভোট পেয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রও রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। তাই এই জেলায় তৃণমূলে ফাটল ধরানো বেশ কঠিন হবে বিজেপি পক্ষে সেই লক্ষ্যেই অমিত শাহের এখানে আসা। এবং বিজেপির পরিবর্তনের যাত্রার সূচণা করা।
গঙ্গাসাগর গিয়ে আনুন্নয়নের অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি।

মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ! হইহই কর্মীদের মধ্যে মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ! হইহই কর্মীদের মধ্যে

English summary
West Bengal assembly election 2021: Amit Shah ride Toto to reach Subrata Das house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X