For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ডাকে সাড়া দিয়ে জয়েন্ট,নিট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য

মমতা কথা রাখলেন! জয়েন্ট,নিট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য

  • |
Google Oneindia Bengali News

করোনা অতিমারীর পরিস্থিতিতে জয়েন্ট ও নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ছিলই। সেই সংঘাতকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ডাক দেন। এদিন, সেই বার্তাকে সত্যি করে, পশ্চিমবঙ্গ সহ মোট ৬ রাজ্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল।

কী ঘটেছে?

কী ঘটেছে?

গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড় , পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো অ-বিজেপি রাজ্যগুলি।

 মমতা সোনিয়া এক সুর!

মমতা সোনিয়া এক সুর!

NEET ও JEE পরীক্ষাকে সামনে রেখে ফের জোট বাঁধতে শুরু করেছে বিরোধীরা। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী অবিজেপি রাজনৈতিক দলের নেতা ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে জোট শক্তিশালী করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 মমতা-মোদী তরজা

মমতা-মোদী তরজা

সর্বভারতীয় ক্ষেত্রে জয়েন্ট এবং মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা নিজে তুঙ্গে রাজনৈতিক তরজা। একাধিক অবিজেপি রাজ্য পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। এমনকী অবিজেপি রাজ্যগুলিকে এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 কেন্দ্রের অবস্থান

কেন্দ্রের অবস্থান

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জয়েন্টের পরীক্ষা কেন্দ্রগুলির সংখ্য়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ৫৭০ থেকে তা ৬৬০ করা হয়েছে। নিটের জন্য ৩৮৪২ টি সেন্টার করা হয়েছে। মূলত, পরীক্ষার্থীদের কথা ভেবেই বেশি সংখ্যক কেন্দ্র গড়া হয়েছে। যাতে পরীক্ষার্থীদের দূরে না যেতে হয়।

 আজ মমতার সভা

আজ মমতার সভা

NEET, JEE পরীক্ষা নিয়ে আরও আন্দোলন জোরদার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে শাসক দল। ১ ঘণ্টা অবস্থান বিক্ষোভে সামিল হবে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই দুপুর ২টোয় ভার্চুয়াল সভা করবেন মমতা। তাতে দলীয় কর্মীদের আন্দোলন আরও জোরদার করার বার্তা দেবেন দলনেত্রী। এর আগে তৃণমূলের ছাত্রপরি।দ বিক্ষোভে নামার কথা রাস্তায়। আর ঠিক মমতার ২ টোর সভার আগে রাজ্যে এমন পদক্ষেপ নিটকে ঘিরে পারদ চড়াতে বাধ্য।

পৌষমেলার রাশ থাকুক কেন্দ্রের হাতে! বিশ্বভারতী নিয়ে দিল্লির বিজেপি সাংসদ নয়া দাবিতে সোচ্চারপৌষমেলার রাশ থাকুক কেন্দ্রের হাতে! বিশ্বভারতী নিয়ে দিল্লির বিজেপি সাংসদ নয়া দাবিতে সোচ্চার

English summary
West Bengal along with 5 other states files review petition in SC over NEET and JEE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X