বর্ষবরণের আগে জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে! ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, বাকি জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
বর্ষবরণের আগে জাঁকিয়ে শীত (winter) রাজ্য জুড়ে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের মতোই। জেলাগুলিতেও প্রায় একই পরিস্থিতি। আবহাওয়া দফতরের (weather) পূর্বাভাস বর্ষবরণের রাতে তাপমাত্রা তো স্বাভাবিকের নিচে থাকবেই, সেই সঙ্গে পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সাধারণভাবে জাঁকিয়ে শীতের স্পেল থাকে তিন থেকে সাত দিনের। কিন্তু এবার সেই সময়সীমাকে ছাপিয়ে যেতে চলেছে শীত।

বিজেপির বৈঠক পাঁচতারা হোটেলে! গভীর রাতে হাজির জিতেন্দ্র তিওয়ারি দিলেন ব্যাখ্যা, জল্পনা তুঙ্গে

উত্তর ভারতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। যেই কারণে জম্মু, কাশ্মীর, লাদাখে চলছে ব্যাপক তুষারপাত। সঙ্গে চলছে বৃষ্টিও। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ কিংবা অতি শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে। পাশাপাশি মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্রেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে। একই আবহাওয়া গত কয়েকদিন ধরেই বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৩ (১০)
বালুরঘাট (১১.৮)
বাঁকুড়া ১০.৯ (৯.৯ )
ব্যারাকপুর ৯.২ (৮.৮ )
বহরমপুর (৯.২)
বর্ধমান (৯.৮)
ক্যানিং ১১ (১০)
কোচবিহার ৮.৭ (৯.১ )
দার্জিলিং ৩.২ (৩.৪)
দিঘা ১২.৩ (১১.১ )
কলকাতা ১১.৭ (১১.৬)
মালদহ ১২.৫ (১২.৭ )
পানাগড় ৭.২ (৭.৬)
পুরুলিয়া (৭.৪ )
শিলিগুড়ি ৯.৪ (৮.৯ )
শ্রীনিকেতন ৮.৮ (৭.৯ )