কলকাতা-সহ জেলাগুলিতে নামছে তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা
উমা বিদায়ের পরের দিন সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। কোথাও সেরকম কোনও বৃষ্টির (rain) খবর নেই। তবে কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। অনেক জায়গাতেই এদিন তাপমাত্রা আরও কিছুটা নেমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন সোমবারের থেকে ৩ ডিগ্রি কমে গিয়েছে।

দেশ থেকে বর্ষা বিদায় ২৮ অক্টোবর
এই রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে। রাজ্যের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দ্বাদশী অর্থাৎ বুধবার রাজ্যের এইসব জেলা থেকেও বর্ষা বিদায় নেবে। পাশাপাশি সারা দেশ থেকেও ওইদিন বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে ২৯ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

পারদ আরও কিছুটা নামল জেলায় জেলায়
সোমবারের থেকে মঙ্গলবার রাজ্যের প্রায় সর্বত্রই পারদ আরও নেমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস আনুযায়ী, মঙ্গলবারের পাশাপাশি বুধবারেও উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই আবহাওয়া একইরকম থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোথাও।।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.৯
বালুরঘাট ১৯.৪
বাঁকুড়া ১৯.৭
ব্যারাকপুর ১৯.৯
বহরমপুর ২৪.২
বর্ধমান ২৩.৮
ক্যানিং ২২.৪
কোচবিহার ১৯.৬
দার্জিলিং ১০.৬
দিঘা ২০.৮
কলকাতা ২১.১
মালদহ ২৩.৭
পুরুলিয়া ১৬
শিলিগুড়ি ১৯.৬
শ্রীনিকেতন ১৮.৬

সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! পুজোর মরশুমেই ঘোষণা করতে পারে মোদী সরকার