For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় এখনই ভোট হলে শেষ হাসি হাসবে তৃণমূলই, কে কত আসন পাবে, সমীক্ষা রিপোর্ট

করোনার আবহেও বাংলার বুকে রাজনীতির চর্চা হচ্ছে, তার বড় কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচন মানেই মহাসংগ্রাম। কেন্রে তর শাসক দল নজর দিয়েছে বাংলার দিকে।

Google Oneindia Bengali News

করোনার আবহেও বাংলার বুকে রাজনীতির চর্চা হচ্ছে, তার বড় কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচন মানেই মহাসংগ্রাম। কেন্রে৬৪র শাসক দল নজর দিয়েছে বাংলার দিকে। এদিক মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলা ক্ষমতা ধরে রাখতে। এই অবস্থায় এবিপি আনন্দ-সিএনএক্সের সমীক্ষা তুলে ধরল সম্ভাবনা।

বাম-কংগ্রেস ও অন্যান্য

বাম-কংগ্রেস ও অন্যান্য

২০২১-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে মূলত তৃণমূল বনাম বিজেপির যুদ্ধ। এই নির্বাচনে বাম-কংগ্রেস জোট বা অন্যান্যদের সে অর্থে প্রাসঙ্গিকতা থাকবে না। তবু আঞ্চলিক শক্তির জেরে বেশ কিছু আসন দখল করবে তারা। এই সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে বাম-কংগ্রেস জোট হলে তারা পেতে পারে ২২ থেকে ৩০টি আসন। আর অন্যান্য পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপি এবার বাংলায় প্রভূত ক্ষমতা নিয়ে প্রধান বিরোধী আসন দখল করেছে। তৃণমূলের প্রকৃত চ্যালেঞ্জার হয়ে উঠেছে। খাতায়-কলমে কংগ্রেস প্রধান বিরোধী দল হলেও বিজেপিই তৃণমূলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এবিপি আনন্দ-সিএনএক্সের সমীক্ষার বিচারে এখনই ভোট হলে বাংলায় বিজেপি পাবে ৯৭ থেকে ১০৫টি আসন।

শেষ হাসি তৃণমূলের, সম্ভাব্য আসন

শেষ হাসি তৃণমূলের, সম্ভাব্য আসন

তৃণমূল বর্তমানে বাংলার শাসন ক্ষমতায় রয়েছে। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় থাকলেও, এখনই ভোট হলে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূলের আসন সংখ্যা কমবে। তৃণমূল শেষ হাসি হাসবে ঠিকই। তবে এবিপি আনন্দ-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৫ থেকে ১৬৩টি আসন।

গতবারের ফলাফল কী ছিল

গতবারের ফলাফল কী ছিল

২০১৬-র বিধানসভা নির্বাচন অনুযায়ী ২৯৪ আসনের বিধানসভায় ২১১টি আসনে জিতে ক্ষমতা পুনর্দখল করেছিল তৃণমূল কংগ্রেস। আর বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। প্রধান বিরোধী হিসেবে বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছিল ৭২টি আসন। অন্যান্যরা পেয়েছিল ৪টি আসন।

২০১৯ লোকসভার নিরিখে কার কত

২০১৯ লোকসভার নিরিখে কার কত

২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ১৬৪টি আসনে। আর বিজেপি এগিয়েছিল ১২১টি আসনে। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে। অন্যান্যরা কোনও আসনেই এগিয়ে ছিল না। সেই নিরিখে বলা যায় তৃণমূল ২০১৯-এর অগ্রগমন ধরে রাখতে সমর্থ হবে।

English summary
TMC or BJP who will win next Assembly Election, a survey report in corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X