For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের টিকটক ব্যান আবেগপ্রবণ! নোটবন্দির সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান

কেন্দ্রের টিকটক ব্যান আবেগপ্রবণ! নোটবন্দির সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের টিকটক ব্যানের সিদ্ধান্ত আবেগপ্রবণ। মন্তব্য করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তিনি টিকটক ব্যানকে নোটবন্দির সঙ্গে তুলনা করেছেন। তাঁর প্রশ্ন কৌশলগত পরিকল্পনা কী হবে, যাঁরা বেকার হবেন তাদের কী হবে। মানুষ নোটবন্দির মতো দুর্ভোগে পড়বে। বলেছেন তিনি। তাঁর এই সাক্ষাৎকার প্রকাশ করেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম।

প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই

প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই

নুসরত জাহানের প্রশ্ন, এই ব্যানে তার কোনও সমস্যা নেই। জাতীয় সুরক্ষার জন্য তা করা হয়েছে। কিন্তু কারা প্রশ্নের উত্তর দেবেন, বলেছেন তিনি। প্রসঙ্গত তিনি প্রশ্ন করেছেন, কৌশলগত পরিকল্পনা কী হবে, যাঁরা বেকার হবেন তাদের কী হবে।

 সোমবার রাত থেকে অফলাইনে ৫৯ টি অ্যাপ

সোমবার রাত থেকে অফলাইনে ৫৯ টি অ্যাপ

ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটত সোমবার রাত থেকে অফলাইন। জাতীয় সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকার টিকটক-সহ ৫৯ টি অ্যাপকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।

 ইসকনের উল্টোরথের অনুষ্ঠানে নুসরত

ইসকনের উল্টোরথের অনুষ্ঠানে নুসরত

এদিন নুসরত জাহান কলকাতায় ইসকনের উল্টোরথের অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি টিকটক ব্যান নিয়ে মন্তব্য করেন।

ফল দেবে না, বলেছিলেন মুখ্যমন্ত্রী

ফল দেবে না, বলেছিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধুমাত্র চিনের অ্যাপ নিষিদ্ধ করাই সব কিছু নয়। তা ফল গেবে না। চিনকে জবাব দিতে হবে, বলেছিলেন তিনি।

 বিজেপির সদর দফতর বন্ধ হয়ে গেল বাংলায়! মুকুলের আশঙ্কাই শেষে সত্যি হয়ে গেল বিজেপির সদর দফতর বন্ধ হয়ে গেল বাংলায়! মুকুলের আশঙ্কাই শেষে সত্যি হয়ে গেল

English summary
TMC MP Nusrat Jahan compares Tiktak ban with Demonetisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X