For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে টিম পিকের চাল! সিপিএম নেতাদের দরজায় দরজায় তৃণমূল কংগ্রেস

২০২১-এর লক্ষ্যে টিম পিকের চাল! সিপিএম নেতাদের দরজায় দরজায় তৃণমূল

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের চোখে খারাপ সিপিএম নেতা, এলাকার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা, যাঁদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ শোনা যেত তৃণমূল নেতাদের মুখে, এবার তাঁদের দলে টানতেই বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল। পিকের চাল অনুযায়ী উত্তরবঙ্গে এমনই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তৃণমূলের তরফে প্রকাশ্যে তা মেনে নেওয়া হয়নি।

সিপিএম-এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ায় ক্ষমা চাইতেও রাজি

সিপিএম-এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ায় ক্ষমা চাইতেও রাজি

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে জায়গায় জায়গায় সিপিএম-এর পার্টি অফিস পোড়ানো হয়েছিল। অনেত সিপিএম নেতা এলাকায় পর্যন্ত ঢুকতে পারতেন না কিছুদিন আগে পর্যন্ত। এখন সেই সব নেতারা স্বচ্ছন্দে এলাকায় ঢুকতে পারছেন। তাঁদের দাবি, পিকের দল আশ্বাস দিয়েছে, সেই পার্টি অফিস পোড়ানো জন্য ক্ষমা চাইতেও রাজি তৃণমূল।

দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন

দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন

এলাকায় পিকের দলকে সঙ্গে নিয়ে যিনি সিপিএম নেতাদের বাড়ি বাড়ি গিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মনে রাখতে হবে দস্যুর রত্নাকরও একদিন বাল্মীকি হয়েছিলেন। তবে তিনি দাবি করেছেন, ক্ষমা চাওয়ার কথা তিনি শোনেননি।

একের পর এক সিপিএম নেতাকে প্রস্তাব, উত্তরে 'না'

একের পর এক সিপিএম নেতাকে প্রস্তাব, উত্তরে 'না'

সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়ের পর এবার জলপাইগুড়ি দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা মোক্তার হোসেনকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পিকের দল। সবাই না বলে দিয়েছেন।

 প্রাক্তন মন্ত্রীকেও প্রস্তাব

প্রাক্তন মন্ত্রীকেও প্রস্তাব

রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালি রায়কে পিকের টিমের তরফে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি শুরুতেই না করে দিয়েছেন বলে জানিয়েছেন।

প্রস্তাব ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকে

প্রস্তাব ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকে

প্রশান্ত কিশোরের বাহিনী শালবাড়িতে ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকেও দলবদলের প্রস্তাব দেয় বলে জানা গিয়েছে। যদিও এক্ষেত্রে স্থানীয় বাধায় পিকের টিম ফিরে যেতে বাধ্য হয়।

সময়কাল শেষ হলেও ছাড়েননি বাংলো! তৃণমূলে ৩ প্রভাবশালীকে নোটিস কেন্দ্রেরসময়কাল শেষ হলেও ছাড়েননি বাংলো! তৃণমূলে ৩ প্রভাবশালীকে নোটিস কেন্দ্রের

English summary
TMC leaders visit CPM leaders house as it is a target of Prashant Kishor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X