For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ভাঙন ধরিয়ে অর্জুন সিংকে কড়া বার্তা, আস্থা ভোটের আগে শক্তিবৃদ্ধি তৃণমূলের

বিজেপিকে ভেঙে অর্জুন সিংকে কড়া বার্তা দিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তৃণমূল বিধায়কের দাবি, ভাটপাড়ায় কোনও বাহুবলির রাজত্ব চলবে না।

Google Oneindia Bengali News

বিজেপিকে ভেঙে অর্জুন সিংকে কড়া বার্তা দিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তৃণমূল বিধায়কের দাবি, ভাটপাড়ায় কোনও বাহুবলির রাজত্ব চলবে না। এই মুহূর্তে বারাকপুর লোকসভায় ভোট হলে বিজেপি লক্ষাধিক ভোটে পরাজিত হবে। ভাটপাড়াও দখলও তৃণমূল নেবে। মানুষ ভুল বুঝতে পেরেছে। তাই অর্জুন ঘনিষ্ঠরা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন।

বিজেপি ভেঙে অর্জুনকে বার্তা, শক্তিবৃদ্ধি তৃণমূলের

তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, ৪ জানুয়ারি ভাটপাড়ায় আস্থা ভোট। ওইদিনই বিজেপির দখলমুক্ত হবে ভাটপাড়া। ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ সংখ্যা আমাদের সঙ্গে আছে। আরও চারজন আমাদের সঙ্গে যোগযোগ রাখছেন। তাঁরাও শীঘ্রই যোগ দেবেন তৃণমূলে। আস্থা ভোটের আগে বিজেপি ছেড়ে এই যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করল।

সম্প্রতি ভাটপাড়া পুরসভায় অনাস্থা এনেছে তৃণমূল। সেই পরীক্ষার আগে বড়সড় ভাঙন ধরল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে কংগ্রেসে। এই যোগদানে জোর ধাক্কা খেলেন সাংসদ অর্জুন সিং। তাঁর ঘনিষ্ঠ নেতা গোপাল রাউত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

লোকসভা নির্বাচনের আগে ও পরে তৃণমূলে ভাঙন ধরেছিল ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকায়। তার জেরে বারাকপুরে তৃণমূলের হাত থেকে লোকসভা আসন কেড়ে নিয়েছিলেন অর্জুন সিং। তৃণমূলের হাতছাড়া হয়েছিল ভাটপাড়া পুরসভাও। এবার সেখানে উলটপুরান। বিজেপিতে গিয়ে মোহভঙ্গ হওয়ায় ফের দলে দলে তৃণমূলে ফিরছেন দলত্যাগীরা।

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই প্রতিবাদে গর্জে ওঠে বাংলার মানুষ। ভাটপাড়ায় প্রতিবাদ সভা করে তৃণমূলে। তৃণমূলের সেই সভায় বরানগরের বিধাক তাপস রায় ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের হাত ধরে ৫ শতাধিক নেতা-কর্মী যোগ দেন তৃণমূলে।

English summary
TMC gives message to MP Arjun Singh to break BJP in Bhatpara. BJP is broken before trust vote in Bhatpara municipality,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X