For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ভুয়ো খবর ছড়ানোর কারখানা, শাহের এক ভিডিও-বার্তা তুলে ধরে খোঁচা তৃণমূলের

বিজেপি ভুয়ো খবর ছড়ানোর কারখানা, শাহের এক ভিডিও-বার্তা তুলে ধরে খোঁচা তৃণমূলের

Google Oneindia Bengali News

বিজেপি ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দীর্ঘদিন বলে অভিযোগ করে আসছেন তৃণমূল নেতা-কর্মীরা। আর এটা বিজেপির একটা অ্যাজেন্ডা। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেটাই প্রমাণ করছে বিজেপি কুৎসাকেই পাথেয় করে রাজনীতি করতে চাইছে। অমিত শাহের একটি পুরো ভিডিও বার্তায় তারই আভাস মিলেছে বলে বার্তা তৃণমূলের।

ভুয়ো খবর ছড়ানোর জন্য উৎসাহ

ভুয়ো খবর ছড়ানোর জন্য উৎসাহ

অমিত শাহ বিজেপিকর্মীদের ভুয়ো খবর ছড়ানোর জন্য উৎসাহ দিচ্ছেন সেই ভিডিও-তে। সেখানে তিনি বলছেন, আমরা জনতাকে ইচ্ছেমতো বার্তা দিতে পারি, তা মিষ্টি হোক বা টক, সত্য হোক মিথ্যা। আমরা এটা করতেই পারি। কেননা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩২ লক্ষ লোক রযেছে।

অপপ্রচারের রাজনীতির পাল্টা পার্থর

অপপ্রচারের রাজনীতির পাল্টা পার্থর

বিজেপির এই অপপ্রচারের রাজনীতির পাল্টা দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি সর্বদাই এই কাজ করে। করোনার আবহে দেশ যখন সঙ্কটের মুখে, তখনও বিজেপি কুৎসা-অপপ্রচারের রাজনীতি করছে। নিজেদের দৈন্যতা প্রকাশ করেছে এভাবেই। মানুষ এর জবাব দেবে।

বিরোধীরা সংকটকালে স্বার্থসিদ্ধি করছে।

বিরোধীরা সংকটকালে স্বার্থসিদ্ধি করছে।

তিনি বলেন, শুধু বিজেপিই নয়, বিরোধীরা সকলেই প্রায় এই সংকটকালে স্বার্থসিদ্ধি করছে। রাজনীতি ছাড়া ভিন্ন কিছু তাঁরা ভাবছে না। কিন্তু করোনার এই পরিস্থিতিতে যে রাজনীতি বাদ দিয়ে রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হয় বা কাজ করা উচিত, সেই সরল সত্যটুকুই জানে না এঁরা।

মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির কাজ

মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির কাজ

পার্থ বলেন, বিজেপির প্রচার দেখে মনে হয়, ওঁরা সত্য-মিথ্যার পরোয়া করে না। মানুষকে বিভ্রান্ত করাই ওঁদের কাজ। ওঁরা সার ভেবেছে, মানুষকে বিভ্রান্ত করতে পারলেই কেল্লাফতে, মানুষের সংকট, এভাব, দুর্দশা, কষ্ট ওঁদের মনে লাগে না। ওঁরা শুধু অপপ্রচার করছে, আর আমাদের কাজ করতে হচ্ছে বাংলার জন্য।

চারদিন ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ৭০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখীচারদিন ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ৭০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী

English summary
TMC criticizes BJP for their propaganda with a video message of Amit Shah. Partha Chatterjee counters BJP for this propaganda in corona situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X