For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৈহাটি দখলের পর তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া! কাউন্সিলর সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়ের

নৈহাটির পর তৃণমূলের নিশানায় অর্জুন সিং-এর ভাটপাড়া। সেখানকার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন তাদের দিকে চলে এসেছেন। আরও দুজন আসতে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

নৈহাটির পর তৃণমূলের নিশানায় অর্জুন সিং-এর ভাটপাড়া। সেখানকার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন তাদের দিকে চলে এসেছেন। আরও দুজন আসতে চলেছেন। এমনটাই বার্তা দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ভাটপাড়া পুরসভা দখলের হুঁশিয়ারি

ভাটপাড়া পুরসভা দখলের হুঁশিয়ারি

ভাটপাড়া পুরসভা দখলের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, বৃহস্পতিবার দুজন কাউন্সিলর তাদের দলে যোগ দিতে চলেছেন। দীপাবলির পর ভাটপাড়ায় অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন তিনি।

দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগ

ভাটপাড়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, ৬০০ কোটি টাকার কোনও হিসেব নেই। দীর্ঘদিন সেখানকার সাফাইকর্মীরা বেতন পাচ্ছেন না। টাকার হিসেবের বিষয়টি ফিরহাদ হাকিম দেখছেন বলেও জানিয়েছেন জ্যোতিপ্রিয়।

 বর্তমানে ভাটপাড়ায় পুরবোর্ড বিজেপির

বর্তমানে ভাটপাড়ায় পুরবোর্ড বিজেপির

বর্তমানে ভাটপাড়ায় পুরবোর্ড বিজেপির দখলে রয়েছে। চেয়ারম্যান অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং।

৪ জুন আস্থাভোট

৪ জুন আস্থাভোট

লোকসভা নির্বাচন হওয়ার পর উত্তর ২৪ পরগনার একের পর এক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দিতে থাকেন। একই ঘটনা ঘটে ভাটপাড়াতেও। ৪ জুন সেখানে আস্থা ভোট নেওয়া হয়। সেই আস্থা ভোটে ২৬ জন কাউন্সিলর ভোট দেন বিজেপির পক্ষে। সাংসদ অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং আস্থা ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচন হন।

 ৮ এপ্রিলের আস্থা ভোট

৮ এপ্রিলের আস্থা ভোট

লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তিনি বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ায় পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরাতে নেমে পড়ে তৃণমূল। ৮ এপ্রিল সেখানে আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। সেদিন ২২-১১ ভোটে হেরে গিয়েছিলেন তিনি।

English summary
TMC claims most of the councillors of Bhatpara Municipality are under their control. They claims supports of 23 councillors among 33 councillors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X