For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে খুনের চক্রান্ত! নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন দাদার অনুগামীরা

নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন দাদার অনুগামীরা

Google Oneindia Bengali News

এখনও তিনি তৃণমূল ছাড়েননি। বিজেপি তাঁকে নিয়ে টানাটানি করছে। প্রিয় নেতার নিরপত্তা নিয়ে তিন্তিত দাদার অনুগামীরা। শুভেন্দুর নিরাপত্তা চেয়ে এবার রাজ্যপালের কাছে যেতে চলেছেন দাদার অনুগামীরা। শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা দাবি করেছেন প্রিয় নেতাকে খুনের চক্রান্ত চলছে। তবে কারা পরিকল্পনা করছে তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত তৃণমূল নেতা দেননি। তবে তাঁরা যে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে যথেষ্ট িচন্তিত সেটা বুঝিয়ে দিয়েছেন।

শুেভন্দুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শুেভন্দুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

একদিকে তৃণমূল আরেক দিকে বিজেপি। কী হতে চলেছে নন্দীগ্রােমর বিধায়কের পরবর্তী পদক্ষেপ তা নিয়ে প্রবল রহস্য তৈরি হয়েছে। দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট তবে তিনি দলবদল করছে কিনা সেটা এখনও খোলসা হয়নি। তারমধ্যে আরেক শঙ্কা ৈতরি হয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কণিষ্ক পণ্ডা দাবি করেছে যেকোনও সময় খুন হতে পারেন শুভেন্দু অধিকারী। তাঁকে খুনের চক্রান্ত চলছে।

রাজ্যপালের কাছে দাদার অনুগামীরা

রাজ্যপালের কাছে দাদার অনুগামীরা

প্রিয় নেতার নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তিত দাদার অনুগামীরা। সূত্রের খবর শীঘ্রই শুভেন্দুর বাড়তি নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে দরবার করতে চলেছেন দাদার অনুগামীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে মেদিনীপুরে। মমতার নির্দেশেই সেটা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দুকে চাপে রাখতেই এই কৌশল নিয়েছেন মমতা এমনই দাবি করছে রাজনৈতিক মহল।

কোন পথে শুভেন্দু

কোন পথে শুভেন্দু

তৃণমূল কংগ্রেসে থেকেও নেই মেদিনীপুরের দাপুটে নেতা। গতকাল মমতার সভায় অধিকারী পরিবারের কাউকেই দেখা যায়নি মঞ্চে। মমতা যখন সভা করছেন মেদিনীপুরে তখন কোলাঘাটে একটি হোটেলে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি চলে যান কলকালায়। মমতাকে এড়িয়ে চলছেন শুভেন্দু এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। শুেভন্দু অধিকারীকে নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেসও।

শুভেন্দুকে টানছে বিজেপি

শুভেন্দুকে টানছে বিজেপি

শুভেন্দু অধিকারীকে দলে টানার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অর্জুন সিং তো স্পষ্ট বলে দিয়েছেন শুভেন্দু বিজেপিতে যোগ দিলে সরকার পড়ে যাবে। অন্যদিকে দিলীপ ঘোষ প্রকাশ্যে শুভেন্দুকে বিজেপিতে যোগ দেওয়ার বার্তা দিয়ে বলেছেন তৃণমূলে থাকতে গেলে চাকরের মতো থাকতে হবে। মুখ্যমন্ত্রীও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন একজন গেলে ১০০ জন কর্মী তিনি তৈরি করে নেবেন। কারোর চলে যাওয়াতে কোনও প্রভাব পড়বে না দলে।

ফের আটক মেহবুমা মুফতি, বাদগামে যাওয়ার আগেই তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ ফের আটক মেহবুমা মুফতি, বাদগামে যাওয়ার আগেই তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ

English summary
Suvendu Adhikary's followers will visit governor Jagdeep Dhankhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X