For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল বনাম শুভেন্দু ‘লড়াই’ বিজেপিতেও! একুশের ভোটের মুখে মেগা যোগদানে জল্পনা

বিজেপিতেও কি মুকুল রায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই শুরু হয়ে গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের পরদিনই মেগা যোগদানের পর উঠে গেল সেই প্রশ্ন। শুভেন্দুর একটি মন্তব্যই সেই প্রশ্ন তুলে দিল রাজ্য রাজনীতিতে।

Google Oneindia Bengali News

বিজেপিতেও কি মুকুল রায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই শুরু হয়ে গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের পরদিনই মেগা যোগদানের পর উঠে গেল সেই প্রশ্ন। শুভেন্দুর একটি মন্তব্যই সেই প্রশ্ন তুলে দিল রাজ্য রাজনীতিতে। আসে একুশের বিধানসভার আগে কে এক নম্বর হতে পারেন, তার একটা লড়াই কিন্তু চলছেই।

শুভেন্দু অধিকারী কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন

শুভেন্দু অধিকারী কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন

মালদহ জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য বিজেপিতে যোগদান করেছেন। ফলে মালদহ প্রথম জেলা পরিষদ হিসেবে বিজেপির হাতে এসেছে বলে দাবি করেন শুভেন্দু। তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন মালদহ জেলা পরিষদের ১৪ সদস্যকে দলে এনে।

মুকুলের কৃতিত্বে জেলা পরিষদ বিজেপির হাতে এসেছিল

মুকুলের কৃতিত্বে জেলা পরিষদ বিজেপির হাতে এসেছিল

কারণ শুভেন্দুর আগে মুকুল রায়ের কৃতিত্বে একটি জেলা পরিষদ বিজেপির হাতে এসেছিল। সেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্তৃত্ব বেশিদিন ধরে রাখতে পারেনি বিজেপি। ফের বিজেপির হাত থেকে তৃণমূলের হাতে গিয়েছিল দক্ষিণ দিনাজপুর। সে যাই হোক, মালদহ জেলা কিন্তু প্রথম নয় তৃণমূলে হাত থেকে বিজেপির হাতে যাওয়ার ব্যাপারে।

মুকুল রায়ের কৃতিত্বকে খাটো করা হচ্ছে বিজেপিতে

মুকুল রায়ের কৃতিত্বকে খাটো করা হচ্ছে বিজেপিতে

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের কৃতিত্ব ভুলে মালদহ জেলা পরিষদ দখলকেই বড় করে দেখানোর চেষ্টা করেছেন শুভেন্দু। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদ দখলের ক্ষেত্রে মুকুল রায়ের কৃতিত্ব ছিল। এরপর মালদহকে প্রথম বলে চালানোর ঘটনা মুকুল রায়ের কৃতিত্বকে খাটো করা বা অস্বীকার করা।

মুকুল রায় ও শুভেন্দু অধিকারী দ্বৈরথ ছিল তৃণমূলে

মুকুল রায় ও শুভেন্দু অধিকারী দ্বৈরথ ছিল তৃণমূলে

মুকুল রায় ও শুভেন্দু অধিকারী উভয়েই ছিলেন তৃণমূলে। কিন্তু তৃণমূলে তাঁদের সখ্যতা খুব বেশি ছিল না। তৃণমূলে উভয়ের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে। তৃণমূলে থাকাকালীন মুকুল রায়ের কাছে তেমন একটা গুরুত্ব পাননি শুভেন্দু। এখন বিজে্পিতেও সেই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Suvendu Adhikari increases importance than Mukul Roy in BJP before Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X