For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদায় শুভেন্দুর বিরুদ্ধে বোমা ফাটালেন সুদীপ্ত! চোর-ব্ল্যাকমেলার বলে আক্রমণ কুণালের

সারদা মামলায় চাঞ্চল্যকর মোড়! ফের একবার শুভেন্দু অধিকারীর নাম। কার্যত বিস্ফোরক দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। আজ শুক্রবার সল্টলেকের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দেন তিনি। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে টাকা দেওয়ার দাবি করেন স

  • |
Google Oneindia Bengali News

সারদা মামলায় চাঞ্চল্যকর মোড়! ফের একবার শুভেন্দু অধিকারীর নাম। কার্যত বিস্ফোরক দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। আজ শুক্রবার সল্টলেকের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দেন তিনি। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে টাকা দেওয়ার দাবি করেন সারদা কর্তা।

চোর-ব্ল্যাকমেলার বলে আক্রমণ কুণালের

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, ইতিমধ্যেই চিঠি দিয়ে আদালতকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছি। এমনকি শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথিতে গিয়েছিলেন বলেও এদিন দাবি করেন সুদীপ্ত সেন। মূলত জমি এবং প্ল্যান নিয়েই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন বলেও এদিন জানান তিনি। এমনটি মোটা অঙ্কের টাকা নেওয়া এবং ব্ল্যাকমেলও শুভেন্দু করত বলে বিস্ফোরক দাবি সুদীপ্ত সেনের।

আর এরপরেই সরগরম রাজ্য-রাজনীতি। নতুন করে ফের একবার আলোচনার কেন্দ্রে সারদা কেলেঙ্কারি। সুদীপ্ত সেনের এহেন বিস্ফোরক দাবি সামনে আসার পরেও বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করে শাসক তৃণমূল। শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদেরও দাবি জানান কুণাল ঘোষ।

সুদীপ্ত সেনের এহেন মন্তব্যের ভিডিও সামনে আসার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তাপস রায়। আর সেখান থেকেই কার্যত বিরোধী দলনেতাকে একেবারে তুলোধোনা করেন তাঁরা। বলেন, শুভেন্দুকে টাকা দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন সুদীপ্ত সেন। এমনকি সেবি থেকেও বাঁচানো কথা সুদীপ্ত সেনকে দিয়েছিলেন। ফলে সেখানে কেন শুভেন্দুকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন তৃণমূল নেতার।

অবিলম্বে বিরোধী দলনেতার গ্রেফতারের দাবি সিবিআইয়ের কাছে রাখেন কুণাল। বলেন, নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। না হলে ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হতো। সিবিআই এবং ইডিকে শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করছে বলেও অভিযোগ তৃণমূল মুখপাত্রের। এমনকি বিজেপির কোলে বসে চোর-ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী দোল খাচ্ছে বলেও তোপ তাঁর।

এদিন শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই নয়, রাজ্যপালকেও তীব্র আক্রমণ শানান কুণাল। বিজেপি'র দালাল বলেও তোপ দাগেন তিনি। বলেন, বিজেপি'র হয়ে মুখ খুলছেন রাজ্যপাল। শুধু তাই নয়, শুভেন্দুকে রাজ্যপাল জগদ্বীপ ধনখড় রাজনৈতিক মদত দিচ্ছে। কেন রাজনৈতিক মদত দেওয়া হচ্ছে তাও তদন্ত করে দেখা উচিৎ বলে দাবি তৃণমূল নেতার।

পাশাপাশি কুণাল আরও বলেন, শুভেন্দুর বিরুদ্ধে ওঠা সারদা সংক্রান্ত সমস্ত অভিযোগ রাজ্যপালের কাছে প্রমাণ সহ পাঠানো হবে। এরপর রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করে কিনা তা দেখা হবে। এমনকি সমস্ত তথ্য প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রক কিংবা অন্যান্য তদন্তকারীরা সংস্থার কাছে পাঠানো হচ্ছে কিনা তা দেখা হবে বলেও দাবি।

অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্য। টুইটে তাঁর দাবি, সিবিআইকে আরও গভীরে গিয়ে তদন্ত করা উচিৎ।

English summary
Sudipta sen, accused in saradha scam, claims suvendu adhikari took money from him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X