For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগ দুর্নীতির মধ্যেই মানিকের বদলি গৌতম! বদলে গেল ১১ সদস্যের অ্যাডহক কমিটিই

নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিকে রদবদল, মানিকদের সরিয়ে ১১ সদস্যের নয়া অ্যাডহক কমিটি

Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীনই প্রাথমিক শিক্ষা পর্ষদে একাধিক রদবদল করল সরকার। রাজ্যে সরকার মানিক ভট্টাচার্যদের সরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালনার জন্য ১১ জনের নতুন অ্যাডহক কমিটি তৈরি করল। রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল আগামী এক বছর এই কমিটিই শিক্ষা পর্যদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে।

নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিকে রদবদল, মানিকদের সরিয়ে ১১ সদস্যের নয়া অ্যাডহক কমিটি

নিয়োগ দুর্নীতি নিয়ে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপর হয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে, তখনই সেই মানিকের বিকল্প খুঁজে নিল রাজ্য সরকার। হাইকোর্টের তরফে অন্তর্বর্তীকালীন প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছিল রত্না বাগচিকে। এরপর মানিকের জায়গায় প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি করা হল গৌতম পালকে। মঙ্গলবার শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, মানিক ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন গৌতম পাল।

শুধু প্রাথমকি শিক্ষা পর্ষদের সভাপতিকেই সরানো হয়নি, পুরো কমিটিই ভেঙে দেওয়া হয়েছে। তৈরি করে দেওয়া হয়েছে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটিই এখন থেকে পরিচালনা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজকর্ম। এই অ্যাড হক কমিটির মাথায় থাকবেন নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

নব নির্বাচিত পর্ষদ সভাপতি গৌতম পাল এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে কর্মরত। তিনিই এবার হট সিটে বসতে চলেছেন। পাহাড় প্রমাণ দুর্নীতি রোখা তাঁর কাছে একটা মস্তবড় চ্যালেঞ্জ। তবে পুরনো সদস্য কাউকে রাখেনি রাজ্য সরকার। সমস্ত সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে অ্যাড হক কমিটি থেকে। সেখানে ১১ জন নতুন সদস্যকে নিয়ে কমিটি গডে দেওয়া হয়েছে।

১১ সদস্যের এই অ্যাড হক কমিটিতে রয়েছেন সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, ভাষাশিক্ষিকা স্বাতী গুহ, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকী দাশগুপ্ত, সিলোবাস কমিটির চেযারম্যান অভিক মজুমদার, অধ্যাপক রঞ্জন চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ঠজনেরা। নতুন চেয়ারম্যান ও ১১ সদস্যের অ্যাড হক কমিটিতে আগামী এক বছরের জন্য প্রাথমিক শিক্ষা সংসদের কার্যভার অর্পণ করা হয়েছে।

পর্যদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। তাঁকে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই ও ইডি তলব করার পরে হাইকোর্টও তাঁকে সমন পাঠায়। এরপর হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেয়। তাঁকে বরখাস্ত করে অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রত্না চক্রবর্তী বাগচিকে। এরপর মানিক ভট্টাচার্য এই নির্দেশেকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। তারই মধ্যে মানিকের বিদায় নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বেছে নিল রাজ্য।

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট: শিবসেনা-শিন্ডের মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্টমহারাষ্ট্রের রাজনৈতিক সংকট: শিবসেনা-শিন্ডের মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

English summary
State government reshuffles Primary Education Board and builds new ad hoc committee to remove Manik Bhattacharya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X